প্রকৃতি রক্ষার আহ্বান জানিয়ে পায়ে হেঁটে ৩৪০ কিলোমিটার ভ্রমণ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ছামিউজ্জোহা সাকিব। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী।
‘কাম ফরোয়ার্ড টু প্রোটেক্ট ন্যাচার’ এই স্লোগানকে সামনে রেখে ক্রস কান্ট্রি হাইকিংয়ে প্রায় ৩৪০ কিলোমিটার পথ পরিভ্রমণ করেছেন জবি শিক্ষার্থী সাকিব। হাইকিং ফোর্স বাংলাদেশের আয়োজনে গত ১৭ অক্টোবর মুজিবনগরের ভারত সংলগ্ন সীমান্ত থেকে অভিযানটি শুরু করেন তিনি। ১১ দিনের অভিযানটি শেষ হয় বৃহস্পতিবার আখাউড়া স্থল বন্দরে (ভারত সীমান্ত) গিয়ে।
এ সময় তিনি মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, ফরিদপুর, ঢাকা, নারায়ণগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা অতিক্রম করেন।
প্রকৃতি রক্ষার আহ্বান জানিয়ে করা এ পরিভ্রমণ বিষয়ে সাকিব বলেন, মূলত আমার অভিযানের উদ্দেশ্য ছিল প্রকৃতি রক্ষায় সবাইকে সচেতন করা। যেমন অনেকেই বিনা কারণে গাছ কেটে ফেলে, পরিবেশের ক্ষতি করে। আমার উদ্দেশ্য মানুষকে সচেতন করা যে, বিনা কারণে গাছপালা না কাটতে, আর যদি কাটতেই হয় তবে ১ টা গাছ কাটলে, ৩ টা গাছ লাগানো উচিত।
তিনি আরও বলেন, আমি এই সময় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে বাচ্চাদের সচেতন করেছি পরিবেশ রক্ষার বিষয়ে। তাদের বলেছি কীভাবে পরিবেশ রক্ষা করতে হবে।
বিজনেস বাংলাদেশ/ হাবিব