০৭:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

শতাধিক গাছসহ নাম্বারবিহীন ডাম্প ট্রাক জব্দ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডস্থ আইম্যাঘুনা (হাড়ির দরগাহর পূর্ব পাশ) থেকে রাতের আঁধারে চুরি করে গাছ কেটে পাচারের সময় গাছসহ নাম্বারবিহীন একটা ডাম্প ট্রাক আটক করেছে পদুয়া বনবিভাগ। ২৬ অক্টোবর রাত আনুমানিক ১১টার সময় হাঙ্গর বিট কর্মকর্তা মাহবুব হোসেন ফেরদৌস ও লোহাগাড়া থানা পুলিশের একটি টিম যৌথভাবে অভিযান চালিয়ে গাছসহ গাড়িটি জব্দ করেন।

জানা যায়, ১৯৮৫ সালে (গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার) কর্তৃক উপজেলার পদুয়া ৩নং ওয়ার্ডের মৃত ইসমাইলের পুত্র যথাক্রমে মমতাজ আহমদ, মোক্তার আহমদ ও মুহাম্মদ মুফিজুর রহমান উল্লেখিত এলাকায় এক একর চল্লিশ শতক করে (৩ প্লট) জায়গা লিজ নেয়। এরপর থেকে তারা জায়গাটি ভোগদখলে স্থিত রয়েছে। কিন্তু অতর্কিতভাবে সোমবার রাতে কিছু দুষ্কৃতকারী লোক রাতের আঁধারে পাঁচ শতাধিক ম্যালেরিয়া/ ইউক্লিটিয়াস গাছ কর্তন করে বিক্রির উদ্যোশ্যে পাচার করার চেষ্টা করে। বিষয়টি মালিকপক্ষ বনবিভাগ ও থানা পুলিশকে অবহিত করেন।
তাদের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে নাম্বারবিহীন ডাম্প ট্রাকসহ শতাধিক গাছ জব্দ করা হয়।

পদুয়া বন রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, রাতের আঁধারে গাছ কেটে পাচারের খবর পেয়ে হাঙ্গর বিট কর্মকর্তা মাহবুব হোসেন ফেরদৌস সহ বনবিভাগের একটি টিম ঘটনাস্থলে পাঠিয়ে গাছসহ নাম্বারবিহীন ডাম্প ট্রাক ও শতাধিক ম্যালেরিয়া গাছ জব্দ করা হয়। বনবিভাগের সদস্যদের উপস্থিতি টের পেয়ে গাড়ির চালকসহ চোরেরা পালিয়ে যায়। এ বিষয়ে বন আইন মামলায় মামলা রুজু করা হয়েছে। বর্তমানে নাম্বারবিহীন ডাম্প ট্রাক ও গাছগুলো বনবিভাগের হেফাজতে রয়েছে বলেও তিনি জানান।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

জনপ্রিয়

শতাধিক গাছসহ নাম্বারবিহীন ডাম্প ট্রাক জব্দ

প্রকাশিত : ০৪:১৮:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডস্থ আইম্যাঘুনা (হাড়ির দরগাহর পূর্ব পাশ) থেকে রাতের আঁধারে চুরি করে গাছ কেটে পাচারের সময় গাছসহ নাম্বারবিহীন একটা ডাম্প ট্রাক আটক করেছে পদুয়া বনবিভাগ। ২৬ অক্টোবর রাত আনুমানিক ১১টার সময় হাঙ্গর বিট কর্মকর্তা মাহবুব হোসেন ফেরদৌস ও লোহাগাড়া থানা পুলিশের একটি টিম যৌথভাবে অভিযান চালিয়ে গাছসহ গাড়িটি জব্দ করেন।

জানা যায়, ১৯৮৫ সালে (গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার) কর্তৃক উপজেলার পদুয়া ৩নং ওয়ার্ডের মৃত ইসমাইলের পুত্র যথাক্রমে মমতাজ আহমদ, মোক্তার আহমদ ও মুহাম্মদ মুফিজুর রহমান উল্লেখিত এলাকায় এক একর চল্লিশ শতক করে (৩ প্লট) জায়গা লিজ নেয়। এরপর থেকে তারা জায়গাটি ভোগদখলে স্থিত রয়েছে। কিন্তু অতর্কিতভাবে সোমবার রাতে কিছু দুষ্কৃতকারী লোক রাতের আঁধারে পাঁচ শতাধিক ম্যালেরিয়া/ ইউক্লিটিয়াস গাছ কর্তন করে বিক্রির উদ্যোশ্যে পাচার করার চেষ্টা করে। বিষয়টি মালিকপক্ষ বনবিভাগ ও থানা পুলিশকে অবহিত করেন।
তাদের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে নাম্বারবিহীন ডাম্প ট্রাকসহ শতাধিক গাছ জব্দ করা হয়।

পদুয়া বন রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, রাতের আঁধারে গাছ কেটে পাচারের খবর পেয়ে হাঙ্গর বিট কর্মকর্তা মাহবুব হোসেন ফেরদৌস সহ বনবিভাগের একটি টিম ঘটনাস্থলে পাঠিয়ে গাছসহ নাম্বারবিহীন ডাম্প ট্রাক ও শতাধিক ম্যালেরিয়া গাছ জব্দ করা হয়। বনবিভাগের সদস্যদের উপস্থিতি টের পেয়ে গাড়ির চালকসহ চোরেরা পালিয়ে যায়। এ বিষয়ে বন আইন মামলায় মামলা রুজু করা হয়েছে। বর্তমানে নাম্বারবিহীন ডাম্প ট্রাক ও গাছগুলো বনবিভাগের হেফাজতে রয়েছে বলেও তিনি জানান।

বিজনেস বাংলাদেশ/ হাবিব