০৮:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬

জেনে নিন শিশুদের জ্বর হলে করণীয়

ঋতুর পরিবর্তনে এই সময়ে পরিবারের কোনো সদস্যের জ্বর হলে কমবেশি সবাই উদ্বিগ্ন হয়ে পড়ছেন, আর জ্বরে আক্রান্ত সদস্য শিশু হলে তো কথাই নেই। কোনো শিশুর জ্বর হলে করোনার আশঙ্কাসহ নানা আতঙ্ক ভর করছে। ডেঙ্গু সংক্রমণের ঊর্ধ্বগতিতে করোনার পাশাপাশি ডেঙ্গুর আশঙ্কাও মাথায় রাখতে হচ্ছে। শিশুদের জ্বর হলে করনীয় সর্ম্পকে জানাচ্ছেন ডা. মাহফুজ বাঁধন। 

✅ শিশুর গায়ে হালকা কাপড় রাখুন। জ্বর বেশি হলে শিশুর সব জামাকাপড় খুলে দিন।

✅ ঘরের দরজা-জানালা খোলা রাখুন। ফ্যান ছেড়ে রাখুন অথবা হাতপাখা দিয়ে শিশুর সমস্ত শরীরে বাতাস করুন।

✅ জ্বর কমাতে মাত্রা অনুযায়ী প্যারাসিটামল সিরাপ, ট্যাবলেট বা সাপোজিটরী ব্যবহার করুন।

✅ সিরাপের পরিবর্তে প্যারাসিটামল ট্যাবলেট ভেঙে বা গুড়ো করে খাওয়াতে পারেন। একটি প্যারাসিটামল ট্যাবলেট= ৪ চা চামচ প্যারাসিটামল সিরাপ।

✅ জ্বর বাড়তে থাকলে পানিতে তোয়ালে বা গামছা ভিজিয়ে পানি নিংড়ে নিয়ে প্রথমে পা তারপর হাত, বুক, পেট, পিঠ ও মাথা বারবার মুছে দিন। এক্ষেত্রে ঠান্ডা কিংবা অধিক গরম পানি ব্যবহার করবেন না।

✅ শিশুকে প্রচুর পানি, শরবত ফলের রস খেতে দিন।

✅ শিশুকে তার স্বাভাবিক খাবার খেতে দিন।

✅ জ্বর হলে শিশুর গায়ে বা মাথায় তেল মাখাবেন না। তেল মাথার ত্বক থেকে তাপ বিকিরণে বাঁধা দেয়।

✅ জ্বরের সাথে খিঁচুনি হলে, শিশু নেতিয়ে পরলে, নিষ্পলক স্থির দৃষ্টিতে চোখ মেলে রাখলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

✅ চিকিৎসকের সহায়তায় জ্বরের প্রকৃত কারণ বের করে তার চিকিৎসা করান।

ডা. মাহফুজ বাঁধন

এমবিবিএস, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ;

মেডিকেল অফিসার, ঢাকা জেনারেল এন্ড অর্থোপেডিক্স হাসপাতাল।

ট্যাগ :
জনপ্রিয়

কৃষকের মেরুদণ্ড শক্তশালী হলে জাতির মেরুদণ্ড শক্তিশালী হবে: ফারজানা শারমিন পুতুল

জেনে নিন শিশুদের জ্বর হলে করণীয়

প্রকাশিত : ০৬:৫৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২

ঋতুর পরিবর্তনে এই সময়ে পরিবারের কোনো সদস্যের জ্বর হলে কমবেশি সবাই উদ্বিগ্ন হয়ে পড়ছেন, আর জ্বরে আক্রান্ত সদস্য শিশু হলে তো কথাই নেই। কোনো শিশুর জ্বর হলে করোনার আশঙ্কাসহ নানা আতঙ্ক ভর করছে। ডেঙ্গু সংক্রমণের ঊর্ধ্বগতিতে করোনার পাশাপাশি ডেঙ্গুর আশঙ্কাও মাথায় রাখতে হচ্ছে। শিশুদের জ্বর হলে করনীয় সর্ম্পকে জানাচ্ছেন ডা. মাহফুজ বাঁধন। 

✅ শিশুর গায়ে হালকা কাপড় রাখুন। জ্বর বেশি হলে শিশুর সব জামাকাপড় খুলে দিন।

✅ ঘরের দরজা-জানালা খোলা রাখুন। ফ্যান ছেড়ে রাখুন অথবা হাতপাখা দিয়ে শিশুর সমস্ত শরীরে বাতাস করুন।

✅ জ্বর কমাতে মাত্রা অনুযায়ী প্যারাসিটামল সিরাপ, ট্যাবলেট বা সাপোজিটরী ব্যবহার করুন।

✅ সিরাপের পরিবর্তে প্যারাসিটামল ট্যাবলেট ভেঙে বা গুড়ো করে খাওয়াতে পারেন। একটি প্যারাসিটামল ট্যাবলেট= ৪ চা চামচ প্যারাসিটামল সিরাপ।

✅ জ্বর বাড়তে থাকলে পানিতে তোয়ালে বা গামছা ভিজিয়ে পানি নিংড়ে নিয়ে প্রথমে পা তারপর হাত, বুক, পেট, পিঠ ও মাথা বারবার মুছে দিন। এক্ষেত্রে ঠান্ডা কিংবা অধিক গরম পানি ব্যবহার করবেন না।

✅ শিশুকে প্রচুর পানি, শরবত ফলের রস খেতে দিন।

✅ শিশুকে তার স্বাভাবিক খাবার খেতে দিন।

✅ জ্বর হলে শিশুর গায়ে বা মাথায় তেল মাখাবেন না। তেল মাথার ত্বক থেকে তাপ বিকিরণে বাঁধা দেয়।

✅ জ্বরের সাথে খিঁচুনি হলে, শিশু নেতিয়ে পরলে, নিষ্পলক স্থির দৃষ্টিতে চোখ মেলে রাখলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

✅ চিকিৎসকের সহায়তায় জ্বরের প্রকৃত কারণ বের করে তার চিকিৎসা করান।

ডা. মাহফুজ বাঁধন

এমবিবিএস, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ;

মেডিকেল অফিসার, ঢাকা জেনারেল এন্ড অর্থোপেডিক্স হাসপাতাল।