‘‘কমিউিনিটি পুলিশিং এর মূলমন্ত্র, শান্তি শৃঙ্খলা’’ প্রতিপাদ্যে গাজীপুরের কালীগঞ্জ থানা পুলিশের আয়োজনে কমিউিনিটি পুলিশিং ডে উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ অক্টোবর) সকালে কালীগঞ্জ থানা চত্ত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে কমিউিনিটি পুলিশের একটি র্যালী শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কালীগঞ্জ থানার অফিসার (ওসি) ইনচার্জ মো. আনিসুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা ইয়াসমিন।
অন্যদের মধ্যে কালীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) কে.এম সোহেল রানা, উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম, পৌর কাউন্সিলর আশরাফুজ্জামান, মহিলা নেত্রী জুয়েনা আহমেদ, কালীগঞ্জ উলামা পরিষদের সেক্রেটারী মুফতি ইমদাদুল হক, ছাত্রলীগ নেতা এমআই লিকন প্রমুখ। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, কমিউিনিটি পুলিশিশের সদস্য ও নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বিজনেস বাংলাদেশ/ হাবিব