সেমিতে যেতে পাকিস্তানকে ১২৮ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ। লিটন দাস চলে গেলেন বেশি দূর না গিয়েই। এরপর সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত জুটি বেধে ধরলেন হাল।
শাদাব খানের বলে রিভার্স সুইপ করতে গিয়ে উইকেট দিলেন সৌম্য, পরের বলে সাকিব হলেন বিতর্কিত আউট। মোমেন্টাম হারিয়ে ফেলল বাংলাদেশ, করলো বাজে ব্যাটিং। সংগ্রহটাও তাই হলো না খুব একটা বড়।
রোববার ৬ নভেম্বর অ্যাডিলেইড ওভালে পাকিস্তানের সামনে ১২৮ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ৮ উইকেট হারিয়ে এই সংগ্রহ দাঁড় করায় সাকিব আল হাসানের দল। এই ম্যাচে জয়ী দল সরাসরি সেমিফাইনালে খেলবে।
বিস্তারিত আসছে………….
বিজনেস বাংলাদেশ / হাবিব