০২:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুলাই ২০২৫

নতুন ভেন‌্যু‌তে কাল‌কি‌নি সৈয়দ আবুল হো‌সেন একা‌ডে‌মি‌তে এইচএসসি পরীক্ষা অনু‌ষ্ঠিত

রবিবার (৬ নভেম্বর) সারাদেশে একযোগে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। এবার মোট ১২ লাখ ৩ হাজার ৪০৭ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র ৬ লাখ ২২ হাজার ৭৯৬ জন এবং ছাত্রী ৫ লাখ ৮০ হাজার ৬১১ জন। মোট ২ হাজার ৬৪৯টি কেন্দ্রে ৯ হাজার ১৮১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবে। কাল‌কি‌নি উপ‌জেলায় ভেন‌্যু কাল‌কি‌নি সৈয়দ আবুল হো‌সেন একা‌ডে‌মি এইচ এস সি মোট পরীক্ষার্থী ৮১৯ জন,‌ভেন‌্যু সা‌হেবরামপুর ক‌বি কাজী নজরুল ইসলাম ক‌লেজ মোট পরীক্ষার্থী ৩০৮ জন।

মোট ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ১১২৭ শিক্ষার্থীরা কেন্দ্রে কাল‌কি‌নি সৈয়দ আবুল হো‌সেন ক‌লেজ ২টি ভেন‌্যুতে পরীক্ষায় অংশ নেয়।
অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় ভেন‌্যু কাল‌কি‌নি কাল‌কি‌নি সৈয়দ আবুল হো‌সেন ক‌লেজ পরীক্ষার্থী ১৩৮ জন। ভেন‌্যু ডিগ্রী চর মাদ্রাসা পরীক্ষা ১৩৮ জন। কেন্দ্র কাল‌কি‌নি দা‌খিল ফা‌জিল মাদ্রাসা মোট পরীক্ষার্থী ২৭৬ জন। প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা মোট ২‌টি ভেন‌্যু‌তে অংশ নেয়।

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থীরা অংশ নেয়।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, করোনার কারণে সব বিষয়ে ও পূর্ণ নম্বরে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। শিক্ষা বোর্ড সিলেবাস পুনর্বিন্যাস করেছে। ২০২৩ সাল থেকে সব বিষয়ে পূর্ণ নম্বরে পুনর্বিন্যাস করা সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হয়। কাল‌কি‌নি‌তে সি‌সি ক‌্যা‌মেরা আওতাধীন এইচ.এস. সি ও সমমা‌নের পরীক্ষা নেওয়া হ‌চ্ছে। মূল কে‌ন্দ্রে পরীক্ষা না হ‌য়ে ভেন‌্যু‌তে পরীক্ষা হ‌চ্ছে এ ব‌্যাপা‌রে দৈ‌নিক বিজ‌নেস বাংলা‌দেশ উপ‌জেলা প্র‌তি‌নি‌ধি বি.এম.হা‌নিফ, ইউএনও পিং‌কি সাহাকে প্রশ্ন কর‌লে তি‌নি ব‌লেন মূল কে‌ন্দ্রের ভবন গু‌লি জরার্জীণ অবস্থার কার‌নে ২টি ভেন‌্যু‌তে পরীক্ষা নেওয়া হ‌চ্ছে।

বিজনেস বাংলাদেশ / হাবিব

জনপ্রিয়

ভবিষ্যতে আরও কঠোর হবে এনসিপির প্রতিবাদপ্রতিশ্রুতি পূরণে ব্যর্থ অন্তর্বর্তী সরকার: মাহবুব আলম

নতুন ভেন‌্যু‌তে কাল‌কি‌নি সৈয়দ আবুল হো‌সেন একা‌ডে‌মি‌তে এইচএসসি পরীক্ষা অনু‌ষ্ঠিত

প্রকাশিত : ০৩:১৩:৪৩ অপরাহ্ন, রবিবার, ৬ নভেম্বর ২০২২

রবিবার (৬ নভেম্বর) সারাদেশে একযোগে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। এবার মোট ১২ লাখ ৩ হাজার ৪০৭ পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র ৬ লাখ ২২ হাজার ৭৯৬ জন এবং ছাত্রী ৫ লাখ ৮০ হাজার ৬১১ জন। মোট ২ হাজার ৬৪৯টি কেন্দ্রে ৯ হাজার ১৮১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেবে। কাল‌কি‌নি উপ‌জেলায় ভেন‌্যু কাল‌কি‌নি সৈয়দ আবুল হো‌সেন একা‌ডে‌মি এইচ এস সি মোট পরীক্ষার্থী ৮১৯ জন,‌ভেন‌্যু সা‌হেবরামপুর ক‌বি কাজী নজরুল ইসলাম ক‌লেজ মোট পরীক্ষার্থী ৩০৮ জন।

মোট ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ১১২৭ শিক্ষার্থীরা কেন্দ্রে কাল‌কি‌নি সৈয়দ আবুল হো‌সেন ক‌লেজ ২টি ভেন‌্যুতে পরীক্ষায় অংশ নেয়।
অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় ভেন‌্যু কাল‌কি‌নি কাল‌কি‌নি সৈয়দ আবুল হো‌সেন ক‌লেজ পরীক্ষার্থী ১৩৮ জন। ভেন‌্যু ডিগ্রী চর মাদ্রাসা পরীক্ষা ১৩৮ জন। কেন্দ্র কাল‌কি‌নি দা‌খিল ফা‌জিল মাদ্রাসা মোট পরীক্ষার্থী ২৭৬ জন। প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা মোট ২‌টি ভেন‌্যু‌তে অংশ নেয়।

কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থীরা অংশ নেয়।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, করোনার কারণে সব বিষয়ে ও পূর্ণ নম্বরে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। শিক্ষা বোর্ড সিলেবাস পুনর্বিন্যাস করেছে। ২০২৩ সাল থেকে সব বিষয়ে পূর্ণ নম্বরে পুনর্বিন্যাস করা সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হয়। কাল‌কি‌নি‌তে সি‌সি ক‌্যা‌মেরা আওতাধীন এইচ.এস. সি ও সমমা‌নের পরীক্ষা নেওয়া হ‌চ্ছে। মূল কে‌ন্দ্রে পরীক্ষা না হ‌য়ে ভেন‌্যু‌তে পরীক্ষা হ‌চ্ছে এ ব‌্যাপা‌রে দৈ‌নিক বিজ‌নেস বাংলা‌দেশ উপ‌জেলা প্র‌তি‌নি‌ধি বি.এম.হা‌নিফ, ইউএনও পিং‌কি সাহাকে প্রশ্ন কর‌লে তি‌নি ব‌লেন মূল কে‌ন্দ্রের ভবন গু‌লি জরার্জীণ অবস্থার কার‌নে ২টি ভেন‌্যু‌তে পরীক্ষা নেওয়া হ‌চ্ছে।

বিজনেস বাংলাদেশ / হাবিব