পুঁজিবাজারের ব্যাংকিং খাতের তালিকাভুক্ত এবি ব্যাংকের ২১.২৯ শতাংশ দর কমেছে। বৃহস্পতিবার কোম্পানিটির এমন দর পতনে শেয়ার দর কমেছে ৩.৩ টাকা। দিনশেষে কোম্পানিটিরর সমাপনী দর ছিল ১২.২০ টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা যায়, ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ‘নো’ ডিভিডেন্ড ঘোষণা করেছে কোম্পানিটি।
ব্যাবসায়িক দূরাবস্থার কারণে সমাপ্ত বছরের কোন ডিভিডেন্ড দিচ্ছে না কোম্পানিটি। তাই ৬ মে (রোববার) থেকে কোম্পানিটিকে ‘এ’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। ক্যাটাগরি পরিবর্তন হওয়ায় কোম্পানিটির শেয়ার ক্রয়ে মার্জিন ঋণ পাবে না বিনিয়োগকারীরা। ডিএসই সূত্রে জানা যায়, সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ০.০৫ টাকা। আগের বছর একই সময় কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ২ টাকা।
সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৩১.৬৫ টাকা। যা আগের বছর একই সময় ছিল ৩২.০৮ টাকা। আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকরী অর্থ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২৭.১১ টাকা। ডিএসই’র ওয়েবসাইট সূত্রে জানা যায়, ১৫০০ কোটি টাকা অনুমোদিত মূলধনধারী এবি ব্যাংকে পরিশোধিত মূলধন ৭৫৮ কোটি ১৩ লাখ টাকা।
কোম্পানিটির সর্বমোট শেয়ারের ৩৬.১১ শতাংশ সাধারন বিনিয়োগকারীদের নিকট রয়েছে। কোম্পানিটির শেয়ারের সমাপনী দর ছিল ১৫.৫০ টাকা। উল্লেখ্য, ৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি ১২.৫০ % স্টক ডিভিডেন্ড প্রদান করে ছিল।

























