পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশমাশরুর রিয়াজ) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন এম মাশরুর রিয়াজ।
মঙ্গলবার (১৩ আগস্ট) আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (এফআইডি) উপ-সচিব ফরিদা ইয়াসমিনের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
মাশরুর রিয়াজ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কর্মকর্তা ছিলেন। বর্তমানে তিনি গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ড. এম মাসরুর রিয়াজকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ এর ধারা-৫ ও ৬ এর বিধানাবলী প্রতিপালন করত: উক্ত আইনের ধারা-৫(২) অনুসারে তার নিয়োগের তারিখ থেকে পরবর্তী ৪ বছর মেয়াদের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান পদে নিয়োগ প্রদান করা হলো।
বিজনেস বাংলাদেশ/এমএফ