নন্দিত সঙ্গীতশিল্পী রুমানা ইসলাম এরইমধ্যে তার ছোট মেয়ের শানিলা ইসলামেরও বিয়ে দিলেন। বাংলিংকের কর্পোরেট ম্যানেজার আরহাম রাফিদের (ফজলে রাব্বী ও রেবেকা সুলতানা দম্পতির সন্তান) সঙ্গে শানিলার আকদ হয় গেলো ২৫ নভেম্বর। বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় গেলো ৪ ডিসেম্বর রাজধানীর তিনশো ফুট এলাকার একটি কনভেনশন সেন্টারে। রুমানা ইসলাম ও আসফারুল ইসলাম দম্পতির বড় মেয়ে শামায়লা ইসলামের সঙ্গে অর্থনীতিবিদ রাতিব আলী’র বিয়ে হয় ২০১৯ সালের ২০ জুন।
ছোট মেয়ে শানিলার বিয়ের আনুষ্ঠানিকতা শেষে রুমানা ইসলাম বলেন,‘ এতোদিন ছোট মেয়েটাও কাছে ছিলো। কিন্তু তার বিয়ের মধ্যদিয়ে আমি আর আমার স্বামী আবারো একা হয়ে গেলাম। জীবনের এই কঠিন বাস্তবতা আসলে মেনে নেয়া খুউব কঠিন। তারপরও মেনে নিতে হয়। কারণ জীবন চলে জীবনের নিয়মে। বড় মেয়ে শামায়লা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। স্বামীর সঙ্গে আমেরকিার বোস্টনে আছে। ছোট মেয়ে শানিলা একজন আর্কিটেক্ট, গান গায়, সুরও করে। সবাই আমার দুই মেয়ে ও তাদের সংসার জীবনের জন্য দোয়া করবেন।’
শানিলা ও আরহামের বিয়ের অনুষ্ঠানে আশীর্বাদ জানাতে উভয় পরিবারের অনেক সদস্য’সহ অনেক তারকাও উপস্থিত হয়েছিলেন। যারমধ্যে উল্লেখ্যযোগ্য হলেন ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, ঝুমু খান, অপি করিম, দিঠি আনোয়ার, ইজাজ খান স্বপন’সহ আরো অনেকেই। রুমানার ভাই ইমন ও আগুনও শানিলার বিয়ের আনুষ্ঠানিকতায় ভীষণ আন্তরিকতা নিয়েই উপস্থিত ছিলেন। রুমানা ইসলাম ও আসফারুল ইসলাম ১৯৮৮ সালের ২৩ অক্টোবর বিয়ে করেছিলেন।
বিজনেস বাংলাদেশ/ হাবিব


























