আগেরদিন শেষ বিকেলে মেহেদী হাসান মিরাজ এবং এবাদত হোসেনের দৃঢ়তায় অলআউট হওয়া থেকে বেঁচেছিলো বাংলাদেশ। তবে, সেটা ঘটতে যে বেশি সময় লাগবে না, তা নিশ্চিত ছিল। দেখার ছিলো, কতটা দ্রুত অলআউট হয় টাইগাররা।
৮ উইকেটে ১৩৩ রান নিয়ে চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন শুরু করার পর আর মাত্র ১৭ রান যোগ করতে পারলো বাংলাদেশ। ১৫০ রানে গিয়ে অলআউট হলো টাইগাররা। যার ফলে ২৫৪ রানের বিশাল লিড পেয়ে যায় সফরকারী ভারত।
ভারতের সুযোগ ছিলো বাংলাদেশকে ফলোঅন করানোর। কিন্তু তা তারা করালো না। দ্বিতীয় ইনিংসে ব্যাট করারই সিদ্ধান্ত নিলো ভারত। যে কারণে আপাতত ইনিংস পরাজয় থেকে রক্ষা পেয়েছে সাকিব আল হাসানরা।
এ রিপোর্ট লেখার সময় ভারতের রান ৪.৪ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে ১২। ৭ রান নিয়ে লোকেশ রাহুল এবং ৫ রান নিয়ে ব্যাট করছেন শুভমান গিল।
বিজনেস বাংলাদেশ/ হাবিব


























