কক্সবাজারে জেলার একটি বেসরকারি ব্যাংককে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণকারী ও ২ জন শ্রেষ্ঠ রেমিট্যান্স প্রদানকারীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। এছাড়া ২ জন প্রতিবন্ধীকে আর্থিক সহায়তা ও দুর্ঘটনায় কবলিত অভিবাসী পরিবারের ২জন সন্তানের মাঝে শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়। আন্তর্জাতিক অভিবাসন দিবস উপলক্ষে কক্সবাজারে জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এই পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়।
“থাকবো ভালো, রাখবো ভালো দেশ, বৈধ পথে প্রবাসী আয়, গড়বো বাংলাদেশ” এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক অভিবাসন দিবস উপলক্ষে কক্সবাজারে জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে র্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
রবিবার ১৮ ডিসেম্বর সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র্যালিটি বের করা হয়। র্যালী শেষে জেলা প্রশাসনের শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো আবু সুফিয়ানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো আমিন আল পারভেজ, অতিরিক্ত জেলা প্রশাসক মো নাসিম আহমেদ,ইকো স্যোশাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর এপিসি সাইয়্যেদ আহমেদসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মো নজির উল্লাহ। পরে জেলার একটি বেসরকারি ব্যাংককে সর্বোচ্চ র্যামিটেন্স আহরণকারী ও ২জন শ্রেষ্ঠ রেমিট্যান্স প্রদানকারীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া ২ জন প্রতিবন্ধীকে আর্থিক সহায়তা ও দুর্ঘটনায় কবলিত অভিবাসী পরিবারের ২জন সন্তানের মাঝে শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়। এরপরে নিরাপদ অভিবাসনে সচেতনতামূলক পটগান পরিবেশিত হয়।
বিজনেস বাংলাদেশ/ হাবিব

























