মাত্র দুইদিনেই টেস্ট শেষ। গ্যাবার সবুজ পিচে দাঁড়াতেই পারলেন না ব্যাটাররা। ফলে আইসিসির শাস্তির কবলে পড়েছে ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ড। অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্টের পিচকে ‘গড়পড়তার নিচে’ তকমা দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা, সঙ্গে ডিমেরিট পয়েন্ট।
আইসিসির ম্যাচ রেফারিদের এলিট প্যানেলের সদস্য রিচি রিচার্ডসন বলেছেন, ‘সার্বিকভাবে এই টেস্ট ম্যাচের জন্য গ্যাবায় যে পিচ ব্যবহার করা হয়েছে, তা অত্যধিকভাবে বোলারদের পক্ষে সহায়ক ছিল। পিচে অতিরিক্ত বাউন্স ছিল এবং কখনও কখনও অত্যধিক সিম মুভমেন্ট হচ্ছিল। দ্বিতীয় দিনে কয়েকটি বল নিচুও হয়ে যাচ্ছিল। যা ব্যাটারদের পক্ষে কোনও জুটি গড়ে তোলার কাজটা অত্যন্ত কঠিন করে তোলে। আইসিসির নির্দেশিকার ভিত্তিতে এই পিচটাকে গড়পড়তার নিচে রেটিং দিচ্ছি। ব্যাট এবং বলের মধ্যে সমমানের লড়াই হয়নি।’
সেই ‘গড়পড়তার নিচে’ রেটিংয়ের জেরে গ্যাবার পিচকে একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির নিয়ম অনুযায়ী, পাঁচ বছরের জন্য সেই ডিমেরিট পয়েন্ট কার্যকর থাকে। যদি সেইসময়ের মধ্যে কোনও মাঠ পাঁচটি ডিমেরিট পয়েন্ট পায়, তাহলে ১২ মাসের জন্য কোনও আন্তর্জাতিক ম্যাচের আয়োজন করতে পারবে না।
গত ১৭ ডিসেম্বর গ্যাবায় অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট হয়েছিল। প্রথম দিনেই ১৫ উইকেট পড়ে। দ্বিতীয় দিন পড়েছিল ১৯ উইকেট। সবমিলিয়ে ৮৬৬ বলে ৩৪ উইকেট পড়ে গ্যাবায়। যা বলের নিরিখে অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিতীয় স্বল্পদৈর্ঘ্যের টেস্ট ম্যাচ।
বিজনেস বাংলাদেশ/ হাবিব