দেশজ মোট উৎপাদন তথা জিডিপির দিক থেকে সিঙ্গাপুর ও মালয়েশিয়াকেও পেছনে ফেলেছে বাংলাদেশ।
কানাডার অনলাইন প্রকাশনা সংস্থা ‘ভিজ্যুয়াল ক্যাপিটালিস্ট’ এক প্রতিবেদনে এমনটিই দাবি করেছে। গত ২৯ ডিসেম্বর এই প্রতিবেদন প্রকাশ করা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ৩৫তম। ওই তালিকায় মালয়েশিয়া রয়েছে ৩৬তম স্থানে। আর সিঙ্গাপুরের অবস্থান ৩৭।
প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ আমেরিকা, যার জিডিপির আকার ২৪.৫ ট্রিলিয়ন ডলার, দ্বিতীয় অবস্থানে আছে চীন। দেশটির জিডিপি ১৮.৩ ট্রিলিয়ন ডলার। আর তৃতীয় অবস্থানে থাকা জাপানের জিডিপি ৪.৩ ট্রিলিয়ন ডলার।
এতে বলা হয়েছে, ২০২২ সালে বাংলাদেশের জিডিপির আকার ছিল ৪৬০ বিলিয়ন ডলার বা ৪৬ হাজার কোটি ডলার। এবারের তালিকায় বাংলাদেশের অবস্থান বিশ্বের মধ্যে ৩৫তম। এর আগের বছর বাংলাদেশের অবস্থান ছিল ৪১তম। সে সময় বাংলাদেশের জিডিপির আকার ছিল ৩৯৭ বিলিয়ন ডলার।

























