ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব মাতাবে নন্দিত নারী নির্মাতা ঝুমুর আসমা জুঁই পরিচালিত সরকারি অনুদানে নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র ‘দ্যা লক্ষণ দাস সাকাস’।
নতুন প্রামাণ্য এ চলচ্চিত্রটি উদ্বোধনী প্রদর্শনী হয়েছে ২১ সেপ্টেম্বর ২০২২। এবারের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ১৯ জানুয়ারি চলচ্চিত্র দেখানো হবে জানিয়েছেন নির্মাতা ঝুমুর আসমা জুঁই।
এর আগে তার চলচ্চিত্র আন্তর্জাতিক বাজারে যেমন- ভারত, অস্ট্রেলিয়া, রাশিয়া, Germany, টোকিও সহ বড়বড় International Film Festival- দেখানো হয়েছে ও পুরস্কৃতও হয়েছে।
তার প্রামাণ্য চলচ্চিত্র ও স্বপ্লদৈর্ঘ্য চলচ্চিত্র গুলো হল-:
প্রামাণ্য চলচ্চিত্র ‘রথ যাত্রার বাকি ইতিহাস’, প্রামাণ্য চলচ্চিত্র ‘পুতুলপুরাণ’, প্রামাণ্য চলচ্চিত্র ‘ভাষ্কর্য ও মাটির ময়না’,
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র‘ধোঁয়াশা’, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বাড়িওয়ালা ও ভাড়াটিয়া’,
এছাড়া নতুন কাজের মধ্যে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র‘তোমার কথা ভাবতে গিয়ে’ নির্মাণকাজসম্পন্ন। প্রামাণ্য চলচ্চিত্র ‘দলিল উদ্দিন কবিরাজের একদিন’ নির্মাণাধীন। মুক্তিযুদ্ধের প্রামাণ্যচিত্র ‘সংগ্রাম ৭১’ শুটিং কাজ সম্পন্ন। ঐতিহ্যবাহী খেজুর গুড় নিয়ে প্রামাণ্যচিত্র ‘রূপকথা’ সম্পাদনার কাজ চলমান। প্রামাণ্য চলচ্চিত্র ‘সিলভারস্ক্রিন’ শুটিংসম্পন্ন। যাত্রা নিয়ে প্রামাণ্য চলচ্চিত্র ‘মালতী’ শুটিং কাজ সম্পন্ন।
তিনি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্য, বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম, ডকুমেন্টরি কাউন্সিল-এর সদস্য।
তালিকাভুক্ত নাট্যশিল্পী বাংলাদেশ টেলিভিশন, সদস্য প্রাঙ্গণেমোর নাট্যদল।
বিজনেস বাংলাদেশ/বিএইচ


























