বঙ্গবন্ধু সেতুতে সড়ক দুর্ঘটনায় তিশা আক্তার (১১) নামে এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় তার বাবা মো. রেজাউল করিম আহত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১ টায় বঙ্গবন্ধু সেতুর ৪৮ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে। রেজাউল কমির পাবনার আতাইকুলা উপজেলার মধুপুর দক্ষিণপাড়া এলাকার মো. মজনুল হকের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি শফিকুল ইসলাম জানান, তারা মোটরসাইকেল যোগে তাদের বাড়ির দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌছলে একটি বাস পিছন থেকে তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তিশা নিহত হয়। পরে আহত অবস্থায় উদ্ধার করে রেজাউল করিমকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। বাস আটকের জন্য চেষ্টা অব্যাহত আছে।
বিজনেস বাংলাদেশ/ হাবিব






















