১২:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪

বীরগঞ্জে শতাধিক শীতার্ত দুস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ

উত্তরের জনপদ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় হাড়কাঁপানো শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন। কনকনে ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য অসহায় দরিদ্র মানুষের প্রয়োজন শীতবস্ত্রের। আর সেই কথা ভেবেই অসহায় দুঃস্থ মানুষদের পাশে দাঁড়ালেন বীরগঞ্জ থানা পুলিশ। এইরকমই এক প্রশংসনীয় উদ্যোগে খুশি এলাকার মানুষজন সহ সহায়-সম্বলহীন মানুষরা।

শনিবার ২৮ জানুয়ারি দুপুরে বীরগঞ্জ থানা চত্বরে বীরগঞ্জ থানা পুলিশের আয়োজনে এক শতাধিক শীতার্ত ও দুঃস্থ অসহায় মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণী অনুষ্ঠানে থানার অফিসার ইনচার্জ সুব্রত সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) খোদাদাত সুমন। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পুলিশ জনতা এক হলে সামাজিক অপরাধ নির্মূল হবে। জনগণের সহায়তা পেলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, চাদাবাজির মতো অপরাধ থেকে বিরত থাকবে।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

জনপ্রিয়

বীরগঞ্জে শতাধিক শীতার্ত দুস্থ পরিবারের মাঝে কম্বল বিতরণ

প্রকাশিত : ০৩:৪১:৩০ অপরাহ্ন, শনিবার, ২৮ জানুয়ারী ২০২৩

উত্তরের জনপদ দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় হাড়কাঁপানো শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন। কনকনে ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য অসহায় দরিদ্র মানুষের প্রয়োজন শীতবস্ত্রের। আর সেই কথা ভেবেই অসহায় দুঃস্থ মানুষদের পাশে দাঁড়ালেন বীরগঞ্জ থানা পুলিশ। এইরকমই এক প্রশংসনীয় উদ্যোগে খুশি এলাকার মানুষজন সহ সহায়-সম্বলহীন মানুষরা।

শনিবার ২৮ জানুয়ারি দুপুরে বীরগঞ্জ থানা চত্বরে বীরগঞ্জ থানা পুলিশের আয়োজনে এক শতাধিক শীতার্ত ও দুঃস্থ অসহায় মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণী অনুষ্ঠানে থানার অফিসার ইনচার্জ সুব্রত সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) খোদাদাত সুমন। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, পুলিশ জনতা এক হলে সামাজিক অপরাধ নির্মূল হবে। জনগণের সহায়তা পেলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, চাদাবাজির মতো অপরাধ থেকে বিরত থাকবে।

বিজনেস বাংলাদেশ/ হাবিব