১২:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

সন্ধান মিলেছে নিখোঁজ প্রার্থী আবু আসিফের

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী বিএনপির বহিষ্কৃত নেতা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু আসিফ আহমেদ এর সন্ধান পাওয়া গেছে রাজধানীর বসুন্ধরার বাসায় অবস্থান করছেন বলে জানতে পেরেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন এ তথ্য জানান, তিনি বলেন,আবু আসিফ আহমেদ নিখোঁজ থাকার বিষয়ে তার স্ত্রী থানায় সাধারণ ডায়েরি করেছিলেন। এ বিষয়ে খোঁজ নিতে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আসিফের সন্ধান পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশের এই কর্মকর্তা বলেন, জিডি তদন্তের ক্ষেত্রে আমরা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে তিনি ঢাকায় আছেন। এখন তিনি বসুন্ধরার বাসায় আছেন, শিগগির ব্রাহ্মণবাড়িয়ায় আসবেন। আসার পর সরাসরি তাকে আমরা জিজ্ঞাসাবাদ করে বুঝতে পারবো আসল ঘটনা কী হয়েছিল। তিনি কোথায় গিয়েছিলেন এবং কেন গিয়েছিলেন।

আবু আসিফ আহমেদ এর সন্ধান পাওয়ার জন্য বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন তার স্ত্রী মেহেরুন নিসা মেহেরীন। মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে এই চিঠি তিনি প্রধান নির্বাচন কর্মকর্তা বরাবর এই চিঠি দেন। এই চিঠিতে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার, আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, আশুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ও আশুগঞ্জ প্রেসক্লাবকে অনুলিপি দেয়া হয়েছে।

চিঠিতে তিনি উল্লেখ করেন, শুক্রবার সন্ধ্যার পর থেকে আসিফকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি কোথায় এবং কী অবস্থায় আছে তা বুঝতে পারছি না। প্রতিনিয়ত আমাদের হুমকি-ধামকি দেওয়া হচ্ছে। বাড়িতে পুলিশ এসে অযথা তল্লাশি করে হয়রানি করছে। বাড়ির সামনেও কিছু পুলিশ আসা যাওয়া করছে। তাদের ভয়ে আমি নিজেই পালিয়ে ছিলাম। আজকের মধ্যে খোঁজ না পেলে রাতেই একটা কিছু করবো।

তিনি আরো উল্লেখ করেন, এই নির্বাচনে আবু আসিফ আহমেদ লেভেল প্লেয়িং ফিল্ড পাননি। যাদের এজেন্ট দেয়ার কথা তাদেরও হুমকি দেয়া হচ্ছে। আবু আসিফকে খুঁজে পেতে সব ধরনের সহযোগিতা কামনা করেন তিনি।

এদিকে এই অভিযোগ দাখিলের পর বিকালে আবু আসিফের বাসায় সাংবাদিকদের সাথে কথা বলেন মেহেরুন নিসা মেহেরীন। এসময় তার সাথে আত্মগোপনে থাকা আবু আসিফ আহমেদ এর শ্যালক সাফায়াত সুমনসহ ৫জন কর্মচারী উপস্থিত ছিলেন। ভয়ে তারা নিজেরাই আত্মগোপনে ছিলেন বলে জানান। আবু আসিফের বাসার কেয়ার টেকারের সাথে মেহেরুন নিসা মেহেরীন এর একটি মোবাইল কল রেকর্ডের বিষয়ে তাকে প্রশ্ন করা হলে বার বার তিনি তা এড়িয়ে যান।

এদিকে, এই আসন থেকে নির্বাচনে জয়ী হওয়া উকিল আব্দুস সাত্তার ভূঁইয়ার প্রধান প্রতিদ্বন্দ্বী আবু আসিফ আহমেদকে ছাড়াই গতকাল বুধবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচন স্থগিতের দাবি করেছিলেন আবু আসিফের স্ত্রী মেহেরুন্নিসা।

তিনি গতকাল বুধবার বিকেলে আশুগঞ্জ উপজেলা সদরের নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ দাবি করেন। সেসময় তিনি নিখোঁজ থাকা তার স্বামী আবু আসিফ আহমেদকে ফিরে পাওয়ার জন্য প্রধানমন্ত্রীর সহায়তা চান।

বিজনেস বাংলাদেশ/ bh

ট্যাগ :
জনপ্রিয়

ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু আজ

সন্ধান মিলেছে নিখোঁজ প্রার্থী আবু আসিফের

প্রকাশিত : ০৫:৩৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০২৩

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী বিএনপির বহিষ্কৃত নেতা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু আসিফ আহমেদ এর সন্ধান পাওয়া গেছে রাজধানীর বসুন্ধরার বাসায় অবস্থান করছেন বলে জানতে পেরেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন এ তথ্য জানান, তিনি বলেন,আবু আসিফ আহমেদ নিখোঁজ থাকার বিষয়ে তার স্ত্রী থানায় সাধারণ ডায়েরি করেছিলেন। এ বিষয়ে খোঁজ নিতে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আসিফের সন্ধান পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশের এই কর্মকর্তা বলেন, জিডি তদন্তের ক্ষেত্রে আমরা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে তিনি ঢাকায় আছেন। এখন তিনি বসুন্ধরার বাসায় আছেন, শিগগির ব্রাহ্মণবাড়িয়ায় আসবেন। আসার পর সরাসরি তাকে আমরা জিজ্ঞাসাবাদ করে বুঝতে পারবো আসল ঘটনা কী হয়েছিল। তিনি কোথায় গিয়েছিলেন এবং কেন গিয়েছিলেন।

আবু আসিফ আহমেদ এর সন্ধান পাওয়ার জন্য বিভিন্ন দপ্তরে আবেদন করেছেন তার স্ত্রী মেহেরুন নিসা মেহেরীন। মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে এই চিঠি তিনি প্রধান নির্বাচন কর্মকর্তা বরাবর এই চিঠি দেন। এই চিঠিতে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার, আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, আশুগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ও আশুগঞ্জ প্রেসক্লাবকে অনুলিপি দেয়া হয়েছে।

চিঠিতে তিনি উল্লেখ করেন, শুক্রবার সন্ধ্যার পর থেকে আসিফকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি কোথায় এবং কী অবস্থায় আছে তা বুঝতে পারছি না। প্রতিনিয়ত আমাদের হুমকি-ধামকি দেওয়া হচ্ছে। বাড়িতে পুলিশ এসে অযথা তল্লাশি করে হয়রানি করছে। বাড়ির সামনেও কিছু পুলিশ আসা যাওয়া করছে। তাদের ভয়ে আমি নিজেই পালিয়ে ছিলাম। আজকের মধ্যে খোঁজ না পেলে রাতেই একটা কিছু করবো।

তিনি আরো উল্লেখ করেন, এই নির্বাচনে আবু আসিফ আহমেদ লেভেল প্লেয়িং ফিল্ড পাননি। যাদের এজেন্ট দেয়ার কথা তাদেরও হুমকি দেয়া হচ্ছে। আবু আসিফকে খুঁজে পেতে সব ধরনের সহযোগিতা কামনা করেন তিনি।

এদিকে এই অভিযোগ দাখিলের পর বিকালে আবু আসিফের বাসায় সাংবাদিকদের সাথে কথা বলেন মেহেরুন নিসা মেহেরীন। এসময় তার সাথে আত্মগোপনে থাকা আবু আসিফ আহমেদ এর শ্যালক সাফায়াত সুমনসহ ৫জন কর্মচারী উপস্থিত ছিলেন। ভয়ে তারা নিজেরাই আত্মগোপনে ছিলেন বলে জানান। আবু আসিফের বাসার কেয়ার টেকারের সাথে মেহেরুন নিসা মেহেরীন এর একটি মোবাইল কল রেকর্ডের বিষয়ে তাকে প্রশ্ন করা হলে বার বার তিনি তা এড়িয়ে যান।

এদিকে, এই আসন থেকে নির্বাচনে জয়ী হওয়া উকিল আব্দুস সাত্তার ভূঁইয়ার প্রধান প্রতিদ্বন্দ্বী আবু আসিফ আহমেদকে ছাড়াই গতকাল বুধবার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচন স্থগিতের দাবি করেছিলেন আবু আসিফের স্ত্রী মেহেরুন্নিসা।

তিনি গতকাল বুধবার বিকেলে আশুগঞ্জ উপজেলা সদরের নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ দাবি করেন। সেসময় তিনি নিখোঁজ থাকা তার স্বামী আবু আসিফ আহমেদকে ফিরে পাওয়ার জন্য প্রধানমন্ত্রীর সহায়তা চান।

বিজনেস বাংলাদেশ/ bh