নওগাঁর মান্দায় আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় চতুর্থ পর্যায়ে নির্মিত ঘর পরিদর্শন করেছেন আশ্রয়ণ-২ প্রকল্পের প্রকল্প পরিচালক, যুগ্মসচিব আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান। শুক্রবার, ০৩ ফেব্রুয়ারী) সকাল ১০টার দিকে উপজেলার গনেশপুর ইউনিয়নের মিরপুর এলাকায় নির্মিত ঘরগুলো পরিদর্শনসহ চতুর্থ পর্যায়ে নির্মিত ঘরগুলোর উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
এসময় আশ্রয়ণ-২ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক মোহাম্মদ মাহমুদুল হক, নওগাঁ জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান (পিএএ), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিল্টন চন্দ্র রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মাদ ইব্রাহিম, মান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এমদাদুল হক মোল্লা, মান্দা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু বাক্কার সিদ্দিক, সহকারী কমিশনার (ভ‚মি) জাকির মুন্সী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, গনেশপুর ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধুরী (বাবুল), ইউনিয়ন ভ‚মি সহকারী কর্মকর্তা এস.এম এনামূল হক প্রমূখ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় চতুর্থ পর্যায়ে উপজেলার বিভিন্ন এলাকায় ১ম ধাপে ১০৬টি ও ২য় ধাপে ৭১টি মোট ১৭৭টি বাড়ির নির্মাণ কাজ চলমান রয়েছে।##
বিজনেস বাংলাদেশ/ হাবিব






















