০৪:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ০৭ অক্টোবর ২০২৪

হাবিবের কোরিওগ্রাফিতে FDC কাঁপালেন আদর-বুবলি

গেলো বুধবার বিকেল থেকে শুরু করে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অনেকদিন পর এফডিসি যেন ধারণ করেছিলো সেই পুরনো রূপ। সারা রাত ধরে লাইট, ক্যামেরা, এ্যাকশন আর বিশাল কলাকুশলীতে মুখরিত হয়ে উঠেছিল এফডিসি প্রাঙ্গণ। মুলত সেখানে সারারাত ব্যাপী চিত্রায়িত হলো আসন্ন বাংলা সিনেমা ‘লোকাল’ এর একটি গানের শ্যুটিং। তরুণ চলচ্চিত্র নির্মাতা সাইফ চন্দন পরিচালিত এই সিনেমাটিতে দ্বিতীয়বারের মতো জুটি বেধেছেন এই সময়ের আলোচিত জুটি বুবলি ও আদর আজাদ। এর আগে সৈকত নাসির পরিচালিত ‘তালাশ’ সিনেমায় জুটি বেধে অভিনয় করে আলোচনায় আসেন আদর ও বুবলি।
এফডিসির ভেতরে বিশাল আয়োজনে তৈরি করা হয়েছিল এই গানের শ্যুটিং সেট। পুরোপুরি ড্যান্স ঘরানার এই গানের দৃশ্যায়নে আদর ও বুবলির সাথে নেচেছেন প্রায় অর্ধশতাধিক নৃত্যশিল্পী। আর এই গানটি কোরিওগ্রাফি করেছেন জাতীয় চলচ্চিত্র পুরষ্কার প্রাপ্ত মেধাবী নৃত্যপরিচালক হাবিব রহমান।
বুধবার সন্ধ্যায় এফডিসিতে গিয়ে দেখা যায় শ্যুটিং এর আগ মূহুর্তের ছোটাছুটি। গানটির জন্য তৈরি করা হচ্ছে বিশাল বড় সেট। চারিদিকে লোকজনের থৈ থৈ অবস্থা। পুরো বিষয়টা তদারকি করছেন এই সিনেমার পরিচালক সাইফ চন্দন নিজেই। অমন ব্যস্ততার ফাঁকেই কথা হলো তার সাথে। তিনি জানালেন, আমাদের ‘লোকাল’ সিনেমার দৃশ্যধারণের কাজ শেষের পথে। আজকের এই গানের শ্যুটিং সহ আর সামান্য কিছু দৃশ্যের কাজ সম্পন্ন হলেই সম্পাদনার টেবিলে যাবে ‘লোকাল’। এটা পুরোপুরি গল্প প্রধান এ্যাকশন ঘরানার একটি মুভি। সিনেমা বা হিরোইজম বলতে যে একটা ফিল আছে, সেটা দর্শক এই সিনেমায় পাবে বলে আমার বিশ্বাস।
আসন্ন এই সিনেমার নায়ক-নায়িকা বর্তমান সময়ের আলোচিত নতুন ঢালিউড জুটি আদর আজাদ এবং শবনম ইয়াসমিন বুবলিকে নিয়ে এক প্রশ্নের জবাবে সাইফ চন্দন বললেন, সৈকত নাসির ভাইয়ের ‘তালাশ’ সিনেমার পর এই সিনেমাতে আবারও তারা জুটি বেধেছে। সত্যি বলতে বুবলি অবশ্যই একজন পরীক্ষিত অভিনেত্রী, আর আদর আজাদ অনেক ট্যালেন্ট এবং পরিশ্রমী একজন অভিনেতা। ‘লোকাল’ সিনেমায় তারা নিজেদের যে অভিনয় দক্ষতা দেখিয়েছেন তাতে দর্শক একদম শক্তিশালী একটি জুটি হিসেবে দেখতে পাবে তাদের। এই সিনেমার জন্য তারা দুজনেই অনেক পরিশ্রম করেছে। আমি মনে করি আদর ও বুবলি এভাবেই মনোযোগ দিয়ে কাজের মধ্যে ডুবে থাকতে পারলে আগামীদিনের নির্ভরশীল একটা জুটি পাবো আমরা।
এদিকে, কোরিওগ্রাফার হাবিব রহমানকে দেখা গেলো নাচের ছেলে-মেয়েদের বিশাল টিম থেকে শুরু করে সেটের লোকজন নিয়ে বেশ দৌড়ের ওপরে রয়েছেন। এই গানের সম্পুর্ন কোরিওগ্রাফির দায়িত্ব তার কাঁধে। এরই ফাঁকে কথা হয় তার সাথে। তিনি বললেন, আয়োজনটা অনেক বড়, তাই ব্যস্ততাও একটু বেশি। গানটা জুড়ে একটা সিনেমাটিক সিনেমাটিক ব্যাপার থাকছে। নাচের মুদ্রা গুলোতে রয়েছে নান্দনিক বৈচিত্র্য, যা দেখে বাংলা সিনেমার দর্শকরা ভিন্নরকম মজা খুঁজে পাবেন। এজন্য নায়ক-নায়িকার সাথে অর্ধশতাধিক নৃত্যশিল্পী নেয়া হয়েছে। আমার উপর বিশ্বাস রাখার জন্য সাইফ চন্দন ভাইকে কৃতজ্ঞতা।
ওদিকে, বীর মুক্তিযোদ্ধা ও অভিনেতা জসিম ফ্লোরের মেকাপ রুমে উঁকি মারতেই দেখা গেলো অভিনেতা আদর আজাদ, বুবলি সহ হল জুড়ে অভিনয়ে অংশ নেয়া কলাকুশলীদের শেষ মূহুর্তের প্রস্তুতির হৈ-হুল্লোড়। সহকারী নৃত্য পরিচালক নাচের ছেলে মেয়েদের নাচের স্ট্যাপ গুলো বুঝিয়ে দিচ্ছেন ভালো করে। এই ফাঁকেই মেকাপ রুমে কথা হয় অভিনেতা আদর আজাদ এর সাথে। তিনি বলেন, প্রথমত বলতে চাই, এ্যাকশন ডিরেক্টর হিসেবে সাইফ চন্দন ভাই অসাধারণ। তার ‘লোকাল’ সিনেমাটা আমার সেরা একটা সিনেমা হতে চলেছে। আমি এখানে অভিনয় করছি বলেই বলছিনা, এই সিনেমার গল্পটা আসলেই অসাধারণ। আজ গানের শ্যুটিং। এরেঞ্জমেন্ট দেখে তো বুঝতেই পারছেন। আর এর আগে ‘তালাশ’ সিনেমায় অভিনয় করলেও ড্যান্স এর গানে বুবলির সাথে এই প্রথম। ইনশাআল্লাহ আমাদের নতুনভাবে দেখতে পাবেন সবাই। কোরিওগ্রাফিতে হাবিব ভাই রয়েছেন। আমি তার কাজের ভক্ত। পরিশেষে বলবো, ‘লোকাল’ একটা অসাধারণ সিনেমা হতে যাচ্ছে। আমার উপর ভরসা রাখার জন্য সাইফ ভাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাই দোয়া করবেন।
প্রশংঙ্গত, ‘লোকাল’ সিনেমার দৃশ্যধারণের কাজ শুরু হয়েছিলো গেলো ২০২২ এর মাঝামাঝিতে। ইতিমধ্যেই সিনেমার দৃশ্যায়নের কাজ প্রায় শেষের দিকে। আর কিছুদিনের মধ্যেই শেষ হবে এই সিনেমার দৃশ্যধারণের কাজ। এরপর যাবে সম্পাদনার টেবিলে। তারপর মুক্তির প্রস্তুতি। চলচ্চিত্রের গল্পে তুলে ধরা হয়েছে একটি মফস্বল এলাকার চিত্র। সেখানকার স্থানীয় মানুষের সংগ্রাম, জীবনযাপনসহ তাদের নানান সংস্কৃতি উঠে এসেছে। গল্পের একপর্যায়ে বাধা-বিপত্তি আসে। সেটা মোকাবিলা করতেই নেতৃত্বের প্রয়োজন হয়। তখন এগিয়ে আসেন বুবলী।’ সহজ কথায়, মফস্বলের এক সাধারণ তরুণীর নেত্রী হয়ে ওঠার গল্প দেখানো হবে ‘লোকাল’ সিনেমায়।
উল্লেখ্য, বুবলী, আদর ছাড়াও এতে আরও থাকছেন সাঞ্জু জন, শহীদুল আলম সাচ্চু, সিয়াম নাসির, বড়দা মিঠু প্রমুখ।

বিজনেস বাংলাদেশ/ bh

ট্যাগ :
জনপ্রিয়

রংপুরে রেল স্টেশনে বৈষম্য উন্নয়ন হয়নি,প্রতিবাদে অবরোধ

হাবিবের কোরিওগ্রাফিতে FDC কাঁপালেন আদর-বুবলি

প্রকাশিত : ০৮:৪৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০২৩

গেলো বুধবার বিকেল থেকে শুরু করে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অনেকদিন পর এফডিসি যেন ধারণ করেছিলো সেই পুরনো রূপ। সারা রাত ধরে লাইট, ক্যামেরা, এ্যাকশন আর বিশাল কলাকুশলীতে মুখরিত হয়ে উঠেছিল এফডিসি প্রাঙ্গণ। মুলত সেখানে সারারাত ব্যাপী চিত্রায়িত হলো আসন্ন বাংলা সিনেমা ‘লোকাল’ এর একটি গানের শ্যুটিং। তরুণ চলচ্চিত্র নির্মাতা সাইফ চন্দন পরিচালিত এই সিনেমাটিতে দ্বিতীয়বারের মতো জুটি বেধেছেন এই সময়ের আলোচিত জুটি বুবলি ও আদর আজাদ। এর আগে সৈকত নাসির পরিচালিত ‘তালাশ’ সিনেমায় জুটি বেধে অভিনয় করে আলোচনায় আসেন আদর ও বুবলি।
এফডিসির ভেতরে বিশাল আয়োজনে তৈরি করা হয়েছিল এই গানের শ্যুটিং সেট। পুরোপুরি ড্যান্স ঘরানার এই গানের দৃশ্যায়নে আদর ও বুবলির সাথে নেচেছেন প্রায় অর্ধশতাধিক নৃত্যশিল্পী। আর এই গানটি কোরিওগ্রাফি করেছেন জাতীয় চলচ্চিত্র পুরষ্কার প্রাপ্ত মেধাবী নৃত্যপরিচালক হাবিব রহমান।
বুধবার সন্ধ্যায় এফডিসিতে গিয়ে দেখা যায় শ্যুটিং এর আগ মূহুর্তের ছোটাছুটি। গানটির জন্য তৈরি করা হচ্ছে বিশাল বড় সেট। চারিদিকে লোকজনের থৈ থৈ অবস্থা। পুরো বিষয়টা তদারকি করছেন এই সিনেমার পরিচালক সাইফ চন্দন নিজেই। অমন ব্যস্ততার ফাঁকেই কথা হলো তার সাথে। তিনি জানালেন, আমাদের ‘লোকাল’ সিনেমার দৃশ্যধারণের কাজ শেষের পথে। আজকের এই গানের শ্যুটিং সহ আর সামান্য কিছু দৃশ্যের কাজ সম্পন্ন হলেই সম্পাদনার টেবিলে যাবে ‘লোকাল’। এটা পুরোপুরি গল্প প্রধান এ্যাকশন ঘরানার একটি মুভি। সিনেমা বা হিরোইজম বলতে যে একটা ফিল আছে, সেটা দর্শক এই সিনেমায় পাবে বলে আমার বিশ্বাস।
আসন্ন এই সিনেমার নায়ক-নায়িকা বর্তমান সময়ের আলোচিত নতুন ঢালিউড জুটি আদর আজাদ এবং শবনম ইয়াসমিন বুবলিকে নিয়ে এক প্রশ্নের জবাবে সাইফ চন্দন বললেন, সৈকত নাসির ভাইয়ের ‘তালাশ’ সিনেমার পর এই সিনেমাতে আবারও তারা জুটি বেধেছে। সত্যি বলতে বুবলি অবশ্যই একজন পরীক্ষিত অভিনেত্রী, আর আদর আজাদ অনেক ট্যালেন্ট এবং পরিশ্রমী একজন অভিনেতা। ‘লোকাল’ সিনেমায় তারা নিজেদের যে অভিনয় দক্ষতা দেখিয়েছেন তাতে দর্শক একদম শক্তিশালী একটি জুটি হিসেবে দেখতে পাবে তাদের। এই সিনেমার জন্য তারা দুজনেই অনেক পরিশ্রম করেছে। আমি মনে করি আদর ও বুবলি এভাবেই মনোযোগ দিয়ে কাজের মধ্যে ডুবে থাকতে পারলে আগামীদিনের নির্ভরশীল একটা জুটি পাবো আমরা।
এদিকে, কোরিওগ্রাফার হাবিব রহমানকে দেখা গেলো নাচের ছেলে-মেয়েদের বিশাল টিম থেকে শুরু করে সেটের লোকজন নিয়ে বেশ দৌড়ের ওপরে রয়েছেন। এই গানের সম্পুর্ন কোরিওগ্রাফির দায়িত্ব তার কাঁধে। এরই ফাঁকে কথা হয় তার সাথে। তিনি বললেন, আয়োজনটা অনেক বড়, তাই ব্যস্ততাও একটু বেশি। গানটা জুড়ে একটা সিনেমাটিক সিনেমাটিক ব্যাপার থাকছে। নাচের মুদ্রা গুলোতে রয়েছে নান্দনিক বৈচিত্র্য, যা দেখে বাংলা সিনেমার দর্শকরা ভিন্নরকম মজা খুঁজে পাবেন। এজন্য নায়ক-নায়িকার সাথে অর্ধশতাধিক নৃত্যশিল্পী নেয়া হয়েছে। আমার উপর বিশ্বাস রাখার জন্য সাইফ চন্দন ভাইকে কৃতজ্ঞতা।
ওদিকে, বীর মুক্তিযোদ্ধা ও অভিনেতা জসিম ফ্লোরের মেকাপ রুমে উঁকি মারতেই দেখা গেলো অভিনেতা আদর আজাদ, বুবলি সহ হল জুড়ে অভিনয়ে অংশ নেয়া কলাকুশলীদের শেষ মূহুর্তের প্রস্তুতির হৈ-হুল্লোড়। সহকারী নৃত্য পরিচালক নাচের ছেলে মেয়েদের নাচের স্ট্যাপ গুলো বুঝিয়ে দিচ্ছেন ভালো করে। এই ফাঁকেই মেকাপ রুমে কথা হয় অভিনেতা আদর আজাদ এর সাথে। তিনি বলেন, প্রথমত বলতে চাই, এ্যাকশন ডিরেক্টর হিসেবে সাইফ চন্দন ভাই অসাধারণ। তার ‘লোকাল’ সিনেমাটা আমার সেরা একটা সিনেমা হতে চলেছে। আমি এখানে অভিনয় করছি বলেই বলছিনা, এই সিনেমার গল্পটা আসলেই অসাধারণ। আজ গানের শ্যুটিং। এরেঞ্জমেন্ট দেখে তো বুঝতেই পারছেন। আর এর আগে ‘তালাশ’ সিনেমায় অভিনয় করলেও ড্যান্স এর গানে বুবলির সাথে এই প্রথম। ইনশাআল্লাহ আমাদের নতুনভাবে দেখতে পাবেন সবাই। কোরিওগ্রাফিতে হাবিব ভাই রয়েছেন। আমি তার কাজের ভক্ত। পরিশেষে বলবো, ‘লোকাল’ একটা অসাধারণ সিনেমা হতে যাচ্ছে। আমার উপর ভরসা রাখার জন্য সাইফ ভাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। সবাই দোয়া করবেন।
প্রশংঙ্গত, ‘লোকাল’ সিনেমার দৃশ্যধারণের কাজ শুরু হয়েছিলো গেলো ২০২২ এর মাঝামাঝিতে। ইতিমধ্যেই সিনেমার দৃশ্যায়নের কাজ প্রায় শেষের দিকে। আর কিছুদিনের মধ্যেই শেষ হবে এই সিনেমার দৃশ্যধারণের কাজ। এরপর যাবে সম্পাদনার টেবিলে। তারপর মুক্তির প্রস্তুতি। চলচ্চিত্রের গল্পে তুলে ধরা হয়েছে একটি মফস্বল এলাকার চিত্র। সেখানকার স্থানীয় মানুষের সংগ্রাম, জীবনযাপনসহ তাদের নানান সংস্কৃতি উঠে এসেছে। গল্পের একপর্যায়ে বাধা-বিপত্তি আসে। সেটা মোকাবিলা করতেই নেতৃত্বের প্রয়োজন হয়। তখন এগিয়ে আসেন বুবলী।’ সহজ কথায়, মফস্বলের এক সাধারণ তরুণীর নেত্রী হয়ে ওঠার গল্প দেখানো হবে ‘লোকাল’ সিনেমায়।
উল্লেখ্য, বুবলী, আদর ছাড়াও এতে আরও থাকছেন সাঞ্জু জন, শহীদুল আলম সাচ্চু, সিয়াম নাসির, বড়দা মিঠু প্রমুখ।

বিজনেস বাংলাদেশ/ bh