বাংলা লোকগানের অত্যন্ত জনপ্রিয় কণ্ঠশিল্পী ও প্রশিক্ষক অণিমা মুক্তি গমেজ- এর গানে মুগ্ধ হল ‘বাস্তব’- ইনিসিয়েটিভ ফর পিপলস সেলফ ডেভেলপমেন্ট রজতজয়ন্তী উদযাপন মঞ্চ। শনিবার, ১৮ ফেব্রুয়ারি রাজধানীর আগারগাঁও মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে প্রতিষ্ঠানটির ২৫ বছর পুর্তি উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলা লোকগানে মঞ্চ মাতান তিনি। তার পরিবেশনা মনমুগ্ধ হয়ে শুনেন হল ভর্তি আমন্ত্রিত অতিথিরা। তারা হাতে তালি দিয়ে শিল্পীকে অভিবাদন জানান। এসময় আরো গান পরিবেশন করেন বিউটি, চম্পা বণিক, আবুবকর সিদ্দিক, ছায়া কর্মকার ও মহিতোশ মন্ডল ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ফসিউল্লাহ (এক্সজিকিউটভ ভাইস চেয়াম্যান, মাইক্রোকেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ), এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোঃ গোলাম সাদমানী ফকির ( উপাচার্য গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ), মোঃ মসয়ূদ মান্নান (এনডিসি) রাষ্ট্রদূত, মোঃ ফজলুল কাদের ( অতিরিক্ত পরিচালক- ১) পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন, ভাইস-চেয়ারপারসন- মিসেস শারমিন্দ নিলোর্মি, রুহি দাস, নিবাহী পরিচালক, মোহাম্মদ জামাল হোসেন, পরিচালক প্রশাসন ও রঞ্জিত দাস (প্রোগ্রাম পরিচালক)সহ অনেকে।
অনুষ্ঠানে সভাপতি ছিলেন মোঃ গিয়াস উদ্দীন আহমেদ ( চেয়ারম্যান বাস্তব পরিচালনা পর্ষদ)। জাতীয় সঙ্গীত দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে শুভেচ্ছা বক্তব্যে ২৫ বছরের ‘বাস্তব’কে তুলে ধরেন প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক রুহি দাস।
অতিথিরা তাদের বক্তব্যে ‘বাস্তব’-এর গতিশীল কার্যক্রমের ভূয়সি প্রশংসা করেন। প্রতিষ্ঠানটি আরো এগিয়ে যেতে তারা নানা দিক নির্দেশনা দেন। এসময় আরো উপস্থিত ছিলেন ১১টি জেলা থেকে আগত ‘বাস্তব’ পরিবারের সদস্যগণ।
অনুষ্ঠানে কেক কেটে রজতজয়ন্তী উদযাপন করা হয়, পরে প্রতিস্ঠানটির ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন, বঙ্গবন্ধু উচ্চশিক্ষা বৃত্তি প্রদান ও সফল উদ্যোক্তাদের সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করেন। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যেদিয়ে অনুষ্ঠান শেষ হয়।