নওগাঁর রাণীনগরে পুকুরের পানিতে ডুবে আলিফ মন্ডল নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার কালীগ্রাম ইউনিয়নের রাতোয়াল শোলগাড়িপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিশু আলিফ ওই গ্রামের আবু রায়হান মন্ডলের ছেলে।
নিহতের চাচাতো ভাই জাহিদ জানান, দুপুরের দিকে বাড়ির পাশে পুকুরপাড়ে খেলাধুলা করছিল। সবার অজান্তে শিশু আলিফ পুকুরের পানিতে পরে যায়। দীর্ঘসময় বাড়িতে না আসায় তার মা খুজতে থাকেন। এক পর্যায়ে বাড়ির পাশে পুকুরের পানিতে ভাসমান শিশু আলিফকে মৃত অবস্থায় উদ্ধার করে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে কলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/ হাবিব