পাবনা আটঘরিয়া উপজেলায় ছাগল বাধাকে কেন্দ্র করে পূত্রবধুর বিরুদ্ধে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত পূত্রবধু পলাতক রয়েছেন। রবিবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে পাবনা থেকে শাহজাদপুরের এনায়েতপুর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে গত বৃহস্পতিবার দুপুরে তাকে পিটিয়ে গুরুতর আহত করেন পুত্রবধূ। নিহত মর্জিনা বেগম (৫৫) মাছপাড়া ইউনিয়নের দক্ষিণ হারান পাড়ার মোঃ হাসিবুর রহমানের স্ত্রী।
পুলিশ ও এলাকার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার দুপুরে ছোট পুত্রবধূ খুশির সাথে বাড়ির ছাগল বাধাকে কেন্দ্র করে তার শাশুড়ির সাথে কথা কাটাকাটির একপর্যায়ে হাতে থাকা ঝাটা দিয়ে মর্জিনা বেগমকে মাথায় আঘাত করলে মাঠিতে লুটে পড়েন। এসময় এলাকাবাসী তাকে আটঘরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে যায়। তার শরীরের অবস্থা অবনতি হওয়ায় কর্তব্যরত ডাক্তার পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন। সেখানেও অবস্থার অবনতি হলে আজ রবিবার ভোরে এনায়েতপুর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, পারিবারিক কলহর জের ধরে বিভিন্ন সময় এই পরিবারের ঝামেলা চলছিল গত বৃহস্পতিবার পুত্রবধূ ও শাশুড়ির মধ্যে কথা কাটাকাটি ও মারপিটের ঘটনা ঘটে। চিকিৎসাধীন অবস্থায় আজ মর্জিনা বেগম মারা গেছেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় সকল আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিজনেস বাংলাদেশ/ হাবিব





















