ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নে ছেলেকে পিটানোর খবর শুনে একদিনের ব্যবধানে বাবার মৃত্যু হয়েছে বলে জানা যায়। বৃহস্পতিবার বিকেলে ছেলেকে পেটানোর ঘটনার খবর শুনে মৃত্যুর কোলে ঢলে পরেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীর পরিবার।বুধবার রাতে পূর্বের ফেসবুক কমেন্ট কে কেন্দ্র করে মারপিটের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ।
অভিযোগ সূত্রে জানাযায়, স্থানীয় সংসদ ও উপজেলা পরিষদের চেয়ারম্যানকে নিয়ে কটুক্তির প্রতিবাদ করায় তাঁতি লীগের হবিরবাড়ী ইউনিয়নের সাবেক আহ্বায়ক বর্তমান যুবলীগ নেতা মেহেদী হাসান মানিককে মারাত্মক আহত করেছে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হানিফ মাহমুদ নিপুণ। গতকাল রাতে ফেসবুকের এক কমেন্টকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী জানায়, ভালুকার হবিরবাড়ী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হানিফ মাহমুদ নিপুণ লোকজন নিয়ে জোরপূর্বক আলমদিনা কমপ্লেক্সের পাশে তার নিজস্ব অফিসে নিয়ে দরজা বন্ধ করে লোহার রড দিয়ে পিটিয়ে মারাত্মক আহত করে। পরে স্থানীয়রা তাকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ভর্তি করে। আঘাতে মানিকের বাম পায়ের হাড় ভেঙ্গে গেছে। এ ঘটনায় ভালুকা মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী। ছেলেকে পেটানোর ঘটনার খবর শুনে মৃত্যুর কোলে ঢলে পরেন মানিকের বাবা।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামাল হোসেন জানান, এ ঘটনায় একটি লিখত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বিজনেস বাংলাদেশ/ হাবিব





















