চবিসাসের সদস্য ও দৈনিক সমকালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মারজান আক্তারকে হেনস্তার ঘটনায় বিচারের দাবিতে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস)। রবিবার, ২৬ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১১ টায় মারজান আক্তারকে হেনস্তা ও হুমকির ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকরা, এতে একাত্মতা পোষণ করে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা।
উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে দৈনিক সমকালের প্রতিনিধি মারজান আক্তারকে পেশাগত দায়িত্ব পালনের সময় হেনস্তার শিকার হন মারজান আক্তার। হেনস্তার সময়ের স্পষ্ট ফুটেজ থাকলেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বিশ্ববিদ্যালয়ের প্রসাশন হতে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি কলম বিরতির ঘোষণা দিয়েছে, সকাল সাড়ে ১১ টা থেকে বিকাল সাড়ে তিনটা পর্যন্ত মোট চার ঘন্টা বন্ধ থাকবে লেখালেখি। এরপর বিশ্বিবদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরিন আখতারের কাছে স্মারকলিপি জমা দেন চবিসাস। চবিসাসের সভাপতি মাহবুব এ রহমান বলেন, দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে পরবর্তী কর্মসূচি জানানো হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ইমাম ইমু বলেন, এ ক্যাম্পাসে দীর্ঘদিন চাকসুর কার্যক্রম নেই৷ ২৮ হাজার শিক্ষার্থীর মুখপাত্র হিসেবে চাকসুর প্রতিনিধিত্ব করছে সাংবাদিকরা৷ যখন সাংবাদিকদের স্বাধীনতা কেড়ে নেয়া হয়, তখন মূলত সব শিক্ষার্থীর স্বাধীনতা কেড়ে নেয়া হয়৷ আবার যখন কোনো সাংবাদিক হেনস্তার শিকার হয় তখন অভিযুক্তরা বলে সাংবাদিক জানলে এরকম করতাম না। তার মানে সাধারণ শিক্ষার্থীরা তাদের কাছে নিরাপদ না৷ সাংবাদিক হেনস্তার ঘটনা চবি ক্যাম্পাসে নতুন নয়৷ কার্যকর শাস্তি না হওয়ায় ঘটনার পুনরাবৃত্তি ঘটছে৷ আমরা দ্রুত সময়ের মধ্যে এ ঘটনার বিচার দাবি করছি৷ নতুবা পরবর্তীতে প্রশাসনের সব ধরনের সংবাদ বর্জনসহ কঠোর আন্দোলন ডাক দিতে বাধ্য হবে চবিসাস।
বিজনেস বাংলাদেশ/ হাবিব


























