বিএনপি বরাবরই মিথ্যাচারের রাজনীতি করেন। তাদের নেতা তারেক রহমানকে রাজনৈতিক নেতা হিসেবে না, মানুষ তাকে সন্ত্রাসী নেতা হিসেবে চেনে। এদেশের মানুষ কোনো সন্ত্রাসীকে নেতা হিসেবে দেখতে চায় না এমন টাই মন্তব্য করেছেন, আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ । রোববার, ২৬ ফেব্রুয়ারি সকালে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে ছাত্রলীগের আয়োজনে ‘স্বাধীনতার ইতিহাস ও এগিয়ে যাওয়া বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন তিনি।
হানিফ বলেন, তারা যে দশ দফা দাবিতে আন্দোলন করছে, সেই দশ দফা হলো তারেক রহমানকে প্রতিষ্ঠিত করা। দণ্ডপ্রাপ্ত খালেদা জিয়ার মুক্তির দাবি। তাদের দাবির মধ্যে জনগণের কোনো কথা নেই। এ দাবি নিয়ে দেশবাসীও ভাবছে না। আওয়ামী লীগও ভাবছে না। যে দাবির সঙ্গে জনসম্পৃক্ততা নেই, সেই দাবি আদায়ও সফল হবে না।
এ সময় কুষ্টিয়ার দৌলতপুর আসনের সংসদ সদস্য আ ক ম সারোয়ার জাহান বাদশা, কুমারখালী খোকসা আসনের সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জসহ অনেকেই উপস্থিত ছিলেন।
বিজনেস বাংলাদেশ/ হাবিব