১০:২৭ পূর্বাহ্ন, শনিবার, ০৯ অগাস্ট ২০২৫

বান্দরবানের স্বামী হত্যায় স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

পার্বত্য জেলা বান্দরবানে স্বামী হত্যার অভিযোগে হাসিনা বেগম নামের এক নারীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে বান্দরবান জেলা জজ আদালতের বিচারক মোহাম্মদ ফজলে এলাহী ভূঁইয়া এই আদেশ দেন। একই আদেশে তাকে ১০ হাজার টাকার জরিমানা অনাদায়ে আরো চার মাসের কারাদন্ড প্রদান করা হয়।অভিযোগে প্রমাণিত না হওয়ায় উক্ত মামলার অপর আসামি সাইফুল ইসলামকে খালাস প্রদান করা হয়।

জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট মোঃ ইকবাল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। আদেশ প্রদানের সময় দন্ডিত আসামি হাসিনা আক্তার আদালতে উপস্থিত থাকলেও খালাস প্রাপ্ত আসামী সাইফুল ইসলাম পলাতক ছিলেন। ঘটনার বিবরণের প্রকাশ ১৯৯৩ সালের ২৭ মার্চ রাতে লামা উপজেলার রূপসীপাড়াস্থ শশুর বাড়িতে হামলা করিলে কোরবান আলি সেখান থেকে আলীকদম উপজেলার কালার সিরিয়াল এলাকায় চলে আসে। সেখানে ঘুমন্ত অবস্থায় ভিকটিম কোরবান আলীকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে ব্যাপক রক্তাক্ত যখম করলে সে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। এই ঘটনায় আলীকদম থানায় নিহতের চাচাতো ভাই এরশাদ মিয়া বাদী হয়ে মামলা নং ৩ তারিখ ২৮/০৩/১৯৯৩ ইং দায়ের করেন। সেই মামলার বিচার প্রক্রিয়া শেষে দীর্ঘ ৩০ বছর পর রায় ঘোষণা হল বৃহস্পতিবার।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

সাংবাদিক তুহিন হত্যা মামলায় আরও গ্রেফতার ৩

বান্দরবানের স্বামী হত্যায় স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশিত : ০৩:৪২:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩

পার্বত্য জেলা বান্দরবানে স্বামী হত্যার অভিযোগে হাসিনা বেগম নামের এক নারীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে বান্দরবান জেলা জজ আদালতের বিচারক মোহাম্মদ ফজলে এলাহী ভূঁইয়া এই আদেশ দেন। একই আদেশে তাকে ১০ হাজার টাকার জরিমানা অনাদায়ে আরো চার মাসের কারাদন্ড প্রদান করা হয়।অভিযোগে প্রমাণিত না হওয়ায় উক্ত মামলার অপর আসামি সাইফুল ইসলামকে খালাস প্রদান করা হয়।

জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এডভোকেট মোঃ ইকবাল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। আদেশ প্রদানের সময় দন্ডিত আসামি হাসিনা আক্তার আদালতে উপস্থিত থাকলেও খালাস প্রাপ্ত আসামী সাইফুল ইসলাম পলাতক ছিলেন। ঘটনার বিবরণের প্রকাশ ১৯৯৩ সালের ২৭ মার্চ রাতে লামা উপজেলার রূপসীপাড়াস্থ শশুর বাড়িতে হামলা করিলে কোরবান আলি সেখান থেকে আলীকদম উপজেলার কালার সিরিয়াল এলাকায় চলে আসে। সেখানে ঘুমন্ত অবস্থায় ভিকটিম কোরবান আলীকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে ব্যাপক রক্তাক্ত যখম করলে সে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। এই ঘটনায় আলীকদম থানায় নিহতের চাচাতো ভাই এরশাদ মিয়া বাদী হয়ে মামলা নং ৩ তারিখ ২৮/০৩/১৯৯৩ ইং দায়ের করেন। সেই মামলার বিচার প্রক্রিয়া শেষে দীর্ঘ ৩০ বছর পর রায় ঘোষণা হল বৃহস্পতিবার।

বিজনেস বাংলাদেশ/ হাবিব