০৮:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪

মার্চেই শুরু গুচ্ছ ভর্তি কার্যক্রম, যুক্ত হচ্ছে না নতুন বিশ্ববিদ্যালয়

তৃতীয় বারের মতো গুচ্ছ ভুক্ত বিশ্ববিদ্যালয় গুলোর ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এ মাসেই নতুন শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু হবে। এবারে শুরুতে গুচ্ছ ভুক্ত বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে কয়েকটি বিশ্ববিদ্যালয় দ্বিমত পোষণ করলেও শিক্ষা মন্ত্রণালয়ের আলোচনা সভায় জোরালো কোন আওয়াজ তোলেনি কেউ। ফলে শিক্ষামন্ত্রণালয় ও ইউজিসির সম্মিলিত সিদ্ধান্তক্রমে এমাসেই শুরু হবে গুচ্ছ ভর্তি পরীক্ষার কার্যক্রম। এছাড়া গুচ্ছ প্রক্রিয়ায় নতুন শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শুরুর জন্য নতুন বিশ্ববিদ্যালয় থেকে আবেদন এসেছে। গুচ্ছ ভর্তি পরীক্ষার সংশ্লিষ্ট একাধিক সূত্র এসব তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, গেলো বছর ২২ টি বিশ্ববিদ্যালয় নিয়ে অনুষ্ঠিত হয় গুচ্ছ ভর্তি পরীক্ষা। শিক্ষার্থীদের সুবিধার বিষয়ে চিন্তা করে গুচ্ছ কার্যক্রম শুরু হলেও এতে দেখা যায় নানাবিধ ত্রুটি ও অব্যবস্থাপনা। ফলে ভোগান্তি পোহাতে হয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিইচ্ছু শিক্ষার্থীদের। এদিকে নিজস্ব স্বকীয়তা ধরে রাখতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ইসলামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি এ পদ্ধতি থেকে বের হবার দাবি জানায়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড.আইনুল ইসলাম বলেন, “গুচ্ছ ভর্তি পরীক্ষার কারণে আমরা নিজেদের স্বকীয়তা হারাচ্ছি। মাত্র কয়েকটা আসন পূরণের জন্য দশের বেশি মেধাতালিকা দেওয়া লাগে। মেধাবী শিক্ষার্থী হারাচ্ছি আমরা।”

তবে গুচ্ছতে জবি থাকবে কিনা এবিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী বুধবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত চূড়ান্ত হবে বলে জানান একাধিক সূত্র।

ইসলামি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো.জাহাঙ্গীর হোসেন বলেন, মন্ত্রী মহোদয়ের মিটিংয়ে আমরা সমস্যার কথা বলেছি। টেকনিক্যাল ত্রুটি ও অগোছালো বিষয়টি সমাধান করতে হবে। নিজস্ব প্রক্রিয়ায় ফিরতে আমরা উপাচার্যের নিকট চিঠিও দিয়েছি।

গুচ্ছ ভর্তি কমিটির যুগ্ম-আহ্বায়ক ও জবি উপাচার্য অধ্যাপক ড.ইমদাদুল হক বলেন, সব কিছু ঠিক থাকলে এ মাসেই গুচ্ছ ভর্তি কার্যক্রম শুরু হবে। এবং জুলাইয়ের শুরুতেই নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে। সকল ত্রুটি চিহ্নিত করে একটি নির্দিষ্ট প্রক্রিয়ায় ভর্তি কার্যক্রম চলবে। প্রয়োজনে টেকনিক্যাল বিষয়গুলো আরো সমৃদ্ধশালী করা হবে।”

যুক্ত হচ্ছে না নতুন বিশ্ববিদ্যালয়ঃ
এবার গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় ২২ টি বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত হয়ে ভর্তি কার্যক্রম শুরুর আবেদন জানিয়েছেন পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় এবং সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) নিকট এ আবেদন জানিয়েছেন বিশ্ববিদ্যালয় তিনটির উপাচার্য। তবে ইউজিসি থেকে নতুন তিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভর্তির বিষয়ে অনুমোদন দেওয়া হয়নি।

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন বলেন, “নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করা হয়েছিলো কিন্তু এখনও কোন সিদ্ধান্ত আসেনি।”

নতুন বিশ্ববিদ্যালয় গুলোর বাজেট জটিলতা ও অবকাঠামো হীনতার কারনে এবছর নতুন বিশ্ববিদ্যালয় গুলোর কার্যক্রম শুরু হবে না বলে জানান বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) সদস্য ড.দিল আফরোজা। তিনি আরো বলেন, গুচ্ছের সমস্যা গুলো সমাধান করার চেষ্টা চলছে। কোন জটিলতা ছাড়া একটি সুন্দর প্রক্রিয়ায় সম্পন্ন করা হবে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে গুচ্ছ কার্যক্রম সম্পন্ন করার সিদ্ধান্ত হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

ট্যাগ :
জনপ্রিয়

মার্চেই শুরু গুচ্ছ ভর্তি কার্যক্রম, যুক্ত হচ্ছে না নতুন বিশ্ববিদ্যালয়

প্রকাশিত : ০১:৪৩:২১ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩

তৃতীয় বারের মতো গুচ্ছ ভুক্ত বিশ্ববিদ্যালয় গুলোর ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরু হতে যাচ্ছে। এ মাসেই নতুন শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু হবে। এবারে শুরুতে গুচ্ছ ভুক্ত বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে কয়েকটি বিশ্ববিদ্যালয় দ্বিমত পোষণ করলেও শিক্ষা মন্ত্রণালয়ের আলোচনা সভায় জোরালো কোন আওয়াজ তোলেনি কেউ। ফলে শিক্ষামন্ত্রণালয় ও ইউজিসির সম্মিলিত সিদ্ধান্তক্রমে এমাসেই শুরু হবে গুচ্ছ ভর্তি পরীক্ষার কার্যক্রম। এছাড়া গুচ্ছ প্রক্রিয়ায় নতুন শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শুরুর জন্য নতুন বিশ্ববিদ্যালয় থেকে আবেদন এসেছে। গুচ্ছ ভর্তি পরীক্ষার সংশ্লিষ্ট একাধিক সূত্র এসব তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, গেলো বছর ২২ টি বিশ্ববিদ্যালয় নিয়ে অনুষ্ঠিত হয় গুচ্ছ ভর্তি পরীক্ষা। শিক্ষার্থীদের সুবিধার বিষয়ে চিন্তা করে গুচ্ছ কার্যক্রম শুরু হলেও এতে দেখা যায় নানাবিধ ত্রুটি ও অব্যবস্থাপনা। ফলে ভোগান্তি পোহাতে হয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিইচ্ছু শিক্ষার্থীদের। এদিকে নিজস্ব স্বকীয়তা ধরে রাখতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ইসলামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি এ পদ্ধতি থেকে বের হবার দাবি জানায়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড.আইনুল ইসলাম বলেন, “গুচ্ছ ভর্তি পরীক্ষার কারণে আমরা নিজেদের স্বকীয়তা হারাচ্ছি। মাত্র কয়েকটা আসন পূরণের জন্য দশের বেশি মেধাতালিকা দেওয়া লাগে। মেধাবী শিক্ষার্থী হারাচ্ছি আমরা।”

তবে গুচ্ছতে জবি থাকবে কিনা এবিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানান বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী বুধবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় সিদ্ধান্ত চূড়ান্ত হবে বলে জানান একাধিক সূত্র।

ইসলামি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো.জাহাঙ্গীর হোসেন বলেন, মন্ত্রী মহোদয়ের মিটিংয়ে আমরা সমস্যার কথা বলেছি। টেকনিক্যাল ত্রুটি ও অগোছালো বিষয়টি সমাধান করতে হবে। নিজস্ব প্রক্রিয়ায় ফিরতে আমরা উপাচার্যের নিকট চিঠিও দিয়েছি।

গুচ্ছ ভর্তি কমিটির যুগ্ম-আহ্বায়ক ও জবি উপাচার্য অধ্যাপক ড.ইমদাদুল হক বলেন, সব কিছু ঠিক থাকলে এ মাসেই গুচ্ছ ভর্তি কার্যক্রম শুরু হবে। এবং জুলাইয়ের শুরুতেই নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে। সকল ত্রুটি চিহ্নিত করে একটি নির্দিষ্ট প্রক্রিয়ায় ভর্তি কার্যক্রম চলবে। প্রয়োজনে টেকনিক্যাল বিষয়গুলো আরো সমৃদ্ধশালী করা হবে।”

যুক্ত হচ্ছে না নতুন বিশ্ববিদ্যালয়ঃ
এবার গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় ২২ টি বিশ্ববিদ্যালয়ের সাথে যুক্ত হয়ে ভর্তি কার্যক্রম শুরুর আবেদন জানিয়েছেন পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় এবং সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) নিকট এ আবেদন জানিয়েছেন বিশ্ববিদ্যালয় তিনটির উপাচার্য। তবে ইউজিসি থেকে নতুন তিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভর্তির বিষয়ে অনুমোদন দেওয়া হয়নি।

পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন বলেন, “নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করা হয়েছিলো কিন্তু এখনও কোন সিদ্ধান্ত আসেনি।”

নতুন বিশ্ববিদ্যালয় গুলোর বাজেট জটিলতা ও অবকাঠামো হীনতার কারনে এবছর নতুন বিশ্ববিদ্যালয় গুলোর কার্যক্রম শুরু হবে না বলে জানান বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) সদস্য ড.দিল আফরোজা। তিনি আরো বলেন, গুচ্ছের সমস্যা গুলো সমাধান করার চেষ্টা চলছে। কোন জটিলতা ছাড়া একটি সুন্দর প্রক্রিয়ায় সম্পন্ন করা হবে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে গুচ্ছ কার্যক্রম সম্পন্ন করার সিদ্ধান্ত হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ হাবিব