০৬:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

বিচারাঙ্গনের চূড়া থেকে দণ্ডিত অপরাধী এস.কে সিনহার আমেরিকার বাড়ি ক্রোকের নির্দেশ!

বিচারাঙ্গনের চূড়া থেকে দণ্ডিত অপরাধী,ঋণ জালিয়াতি এবং অর্থ পাচারের মামলায় সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহাকে চার বছর এবং সাত বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। এর মধ্যে ঋণ জালিয়াতির মামলায় চার বছর এবং অর্থ পাচারের মামলায় সাত বছরের কারাদণ্ড দেয়া হয়েছে বিতর্কিত এই সাবেক বিচারপতি’কে।

অদ্য ১৫ মার্চ দুর্নীতি দমন কমিশনের (দুদক) এর প্রধান কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে দুদক সচিব,মাহবুব হোসেন সাংবাদিকদের জানান এস, কে সিনহা তার ছোট ভাই অনন্ত কুমার সিনহার নামে আমেরিকার প্যাটারসন এলাকায় ১২ জুন,২০১৮ ইং তারিখ ২৮০,০০০ ডলার ক্যাশ দিয়ে তিনতলা বিশিষ্ট একটি বাড়ী ক্রয় করেন। বাড়ী ক্রয়ের অর্থ ইন্দোনেশিয়া এবং কানাডার রয় এ গ্রুপের কাছ থেকে প্রাপ্ত, যা প্রকৃতপক্ষে একটি অস্তিত্বহীন/সেল কোম্পানী।

অনন্ত কুমার সিনহা ১৫৭,০৯০ ডলারের ক্যাশিয়ার চেক সংগ্রহের জন্য তার বড় ভাই সুরেন্দ্র কুমার সিনহাকে নিয়ে আমেরিকার ড্যালি ন্যাশনাল ব্যাংকে আসলে, এস.কে সিনহা উক্ত ব্যাংক কর্তৃপক্ষকে লিখিতভাবে জানান, আমেরিকার প্যাটারসন এলাকায় বাড়ি ক্রয়ের জন্য বন্ধুর কাছ থেকে তিনি ফান্ড পেয়েছেন।

প্রকৃতপক্ষেই সুরেন্দ্র কুমার সিনহা বাংলাদেশে প্রধান বিচারপতি থাকাকালে বিভিন্ন ভাবে অবৈধ টাকা অর্জন করে তা হুন্ডিসহ বিভিন্ন কায়দায় আমেরিকায় পাচার করে তার ছোট ভাইয়ের একাউন্টে উক্ত টাকা ট্রান্সফার করেন এবং তা দিয়েই ১৭৯, জ্যাপার স্ট্রিট, প্যাটারসন নিউ জার্সি ০৭৫২২’তে ১২ জুন, ২০১৮ খ্রিঃ তারিখ ২৮০,০০০ ডলার ক্যাশ দিয়ে একটি বাড়ী ক্রয় করেন, যা মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪ (২), (৩) ধারা ও ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শান্তিযোগ্যঅপরাধ করায় এস.কে সিনহার বিরুদ্ধে একটি মামলা দায়ের করে উপপরিচালক মো: গুলশান আনোয়ার প্রধান এবং তদন্তকালে এস.কে সিনহার উক্ত বাড়ি ক্রোকসহ আমেরিকার ব্যাংক হিসাব ফ্রিজের জন্য আদালতে আবেদন করলে বিজ্ঞ আদালত উক্ত বাড়িটি ক্রোকসহ ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ দেন। ফলে বাড়িটি ক্রোক/ব্যাংক হিসাব ফ্রিজসহ বিভিন্ন আলামত সংগ্রহের জন্য তদন্তকারী কর্মকর্তা আমেরিকায় শীঘ্রই এমএলএআর প্রেরণ করবেন।

এছাড়া, ইতোমধ্যে এস.কে সিনহার কর্তৃক অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহারপূর্বক অপরাধজনক বিশ্বাসভঙ্গ করে ফারমার্স ব্যাংক লি: গুলশান শাখা হতে ৪ (চার কোটি) টাকার ভূয়া ঋণ সৃষ্টি করে উক্ত অর্থ পে-অর্ডারের মাধ্যমে ব্যক্তিগত হিসাবে স্থানান্তর ও মানিলন্ডারিং করার কারণে ঢাকার বিশেষ আদালত-৪ সুরেন্দ্র কুমার সিনহা’সহ ১১ আসামীর বিরুদ্ধে ১১ বছরের সাজা ও অর্থ দন্ড প্রদানের আদেশ দেন। শীঘ্রই এমএলএআর হবে বলে জানা তিনি।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

ট্যাগ :
জনপ্রিয়

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের চ্যালেঞ্জে ১২ ফেব্রুয়ারি নির্বাচন

বিচারাঙ্গনের চূড়া থেকে দণ্ডিত অপরাধী এস.কে সিনহার আমেরিকার বাড়ি ক্রোকের নির্দেশ!

প্রকাশিত : ০৩:২৪:৪১ অপরাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩

বিচারাঙ্গনের চূড়া থেকে দণ্ডিত অপরাধী,ঋণ জালিয়াতি এবং অর্থ পাচারের মামলায় সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহাকে চার বছর এবং সাত বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। এর মধ্যে ঋণ জালিয়াতির মামলায় চার বছর এবং অর্থ পাচারের মামলায় সাত বছরের কারাদণ্ড দেয়া হয়েছে বিতর্কিত এই সাবেক বিচারপতি’কে।

অদ্য ১৫ মার্চ দুর্নীতি দমন কমিশনের (দুদক) এর প্রধান কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে দুদক সচিব,মাহবুব হোসেন সাংবাদিকদের জানান এস, কে সিনহা তার ছোট ভাই অনন্ত কুমার সিনহার নামে আমেরিকার প্যাটারসন এলাকায় ১২ জুন,২০১৮ ইং তারিখ ২৮০,০০০ ডলার ক্যাশ দিয়ে তিনতলা বিশিষ্ট একটি বাড়ী ক্রয় করেন। বাড়ী ক্রয়ের অর্থ ইন্দোনেশিয়া এবং কানাডার রয় এ গ্রুপের কাছ থেকে প্রাপ্ত, যা প্রকৃতপক্ষে একটি অস্তিত্বহীন/সেল কোম্পানী।

অনন্ত কুমার সিনহা ১৫৭,০৯০ ডলারের ক্যাশিয়ার চেক সংগ্রহের জন্য তার বড় ভাই সুরেন্দ্র কুমার সিনহাকে নিয়ে আমেরিকার ড্যালি ন্যাশনাল ব্যাংকে আসলে, এস.কে সিনহা উক্ত ব্যাংক কর্তৃপক্ষকে লিখিতভাবে জানান, আমেরিকার প্যাটারসন এলাকায় বাড়ি ক্রয়ের জন্য বন্ধুর কাছ থেকে তিনি ফান্ড পেয়েছেন।

প্রকৃতপক্ষেই সুরেন্দ্র কুমার সিনহা বাংলাদেশে প্রধান বিচারপতি থাকাকালে বিভিন্ন ভাবে অবৈধ টাকা অর্জন করে তা হুন্ডিসহ বিভিন্ন কায়দায় আমেরিকায় পাচার করে তার ছোট ভাইয়ের একাউন্টে উক্ত টাকা ট্রান্সফার করেন এবং তা দিয়েই ১৭৯, জ্যাপার স্ট্রিট, প্যাটারসন নিউ জার্সি ০৭৫২২’তে ১২ জুন, ২০১৮ খ্রিঃ তারিখ ২৮০,০০০ ডলার ক্যাশ দিয়ে একটি বাড়ী ক্রয় করেন, যা মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪ (২), (৩) ধারা ও ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শান্তিযোগ্যঅপরাধ করায় এস.কে সিনহার বিরুদ্ধে একটি মামলা দায়ের করে উপপরিচালক মো: গুলশান আনোয়ার প্রধান এবং তদন্তকালে এস.কে সিনহার উক্ত বাড়ি ক্রোকসহ আমেরিকার ব্যাংক হিসাব ফ্রিজের জন্য আদালতে আবেদন করলে বিজ্ঞ আদালত উক্ত বাড়িটি ক্রোকসহ ব্যাংক হিসাব ফ্রিজের আদেশ দেন। ফলে বাড়িটি ক্রোক/ব্যাংক হিসাব ফ্রিজসহ বিভিন্ন আলামত সংগ্রহের জন্য তদন্তকারী কর্মকর্তা আমেরিকায় শীঘ্রই এমএলএআর প্রেরণ করবেন।

এছাড়া, ইতোমধ্যে এস.কে সিনহার কর্তৃক অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহারপূর্বক অপরাধজনক বিশ্বাসভঙ্গ করে ফারমার্স ব্যাংক লি: গুলশান শাখা হতে ৪ (চার কোটি) টাকার ভূয়া ঋণ সৃষ্টি করে উক্ত অর্থ পে-অর্ডারের মাধ্যমে ব্যক্তিগত হিসাবে স্থানান্তর ও মানিলন্ডারিং করার কারণে ঢাকার বিশেষ আদালত-৪ সুরেন্দ্র কুমার সিনহা’সহ ১১ আসামীর বিরুদ্ধে ১১ বছরের সাজা ও অর্থ দন্ড প্রদানের আদেশ দেন। শীঘ্রই এমএলএআর হবে বলে জানা তিনি।

বিজনেস বাংলাদেশ/ হাবিব