১২:২১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০২৪

তিন মাসের মাথায় ১২ দলীয় জোটে ভাঙন

তিন মাস বয়স হওয়ার আগেই ভাঙন লেগেছে ১২ দলীয় জোটে। জোট থেকে বের হয়ে গেছে শরিক লেবার পার্টি। গত বছর ২২ ডিসেম্বর সমমনা ১২টি দল নিয়ে জোটের আত্মপ্রকাশ ঘটে। রোববার ১২ দলীয় জোটের জরুরি সভায় জোটের শরিক দল লেবার পার্টি জোট থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এতে ১২ দলীয় জোটের সকল নেতৃবৃন্দ সন্তোষ প্রকাশ করেন বলে জানা গেছে।

বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা বলেন, লেবার পার্টির বিরুদ্ধে জাতীয়তাবাদীর শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র, জোটের সংহতি পরিপন্থী আলাদা কর্মসূচি পালন, জোটের সিনিয়র নেতৃবৃন্দের বিরুদ্ধে অশোভন ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ, জোটের শৃঙ্খলা ভঙ্গ করার কারণে শরিকদের মধ্যে চরম ক্ষোভ ও অস্বস্তি বিরাজ করছিল। এমতাবস্থায় লেবার পার্টি নিজ থেকে জোট থেকে বিদায় হওয়ায় জোট নেতৃবৃন্দ আল্লাহর দরবারে শুকরিয়া প্রকাশ করেন।

লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ২০ দরীয় জোট বিলুপ্তর সময় বিএনপি বলেছে যার যার জায়গা থেকে আন্দোলন করতে। আমরা এখন নিজেদের মত আন্দোলন করবো। যুগপৎ আন্দোলনে আছি, থাকবো।

তিনি বলেন, এখানে কোনো ষড়যন্ত্র নাই। ১২ দলের কোনো নেতা যদি আমাদের নিয়ে কিছু বলে তা আপত্তিকর। সঠিক নয়। কারো কোনো বক্তব্য থাকলে আমার উপস্থিতিতে বলতে পারত।

ইরান বলেন, গতকাল লেবার পার্টি বাদে ১২ দলীয় জোটের প্রোগ্রামে ৬০ জন লোক হয়েছে। যাদের লোক নাই, নাম নাই, নামসর্বস্ব এদের সাথে আমি থাকবো না।

২২ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবে আত্মপ্রকাশ হয় ১২ দলীয় জোটের। জোটের মধ্যে থাকা রাজনৈতিক দলগুলো হচ্ছে- জাতীয় পার্টি (জাফর), বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ জাতীয় দল, বাংলাদেশ এলডিপি, জাতীয় গণতান্ত্রিক দল (জাগপা), এনডিপি, মুসলিম লীগ (বিএমএল), জমিয়তে উলামায়ে ইসলাম, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ ইসলামিক পার্টি, বাংলাদেশ সাম্যবাদী দল।

বিজনেস বাংলাদেশ/ bh

ট্যাগ :

তিন মাসের মাথায় ১২ দলীয় জোটে ভাঙন

প্রকাশিত : ০৯:৫৬:২৩ অপরাহ্ন, রবিবার, ১৯ মার্চ ২০২৩

তিন মাস বয়স হওয়ার আগেই ভাঙন লেগেছে ১২ দলীয় জোটে। জোট থেকে বের হয়ে গেছে শরিক লেবার পার্টি। গত বছর ২২ ডিসেম্বর সমমনা ১২টি দল নিয়ে জোটের আত্মপ্রকাশ ঘটে। রোববার ১২ দলীয় জোটের জরুরি সভায় জোটের শরিক দল লেবার পার্টি জোট থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এতে ১২ দলীয় জোটের সকল নেতৃবৃন্দ সন্তোষ প্রকাশ করেন বলে জানা গেছে।

বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা বলেন, লেবার পার্টির বিরুদ্ধে জাতীয়তাবাদীর শক্তির বিরুদ্ধে ষড়যন্ত্র, জোটের সংহতি পরিপন্থী আলাদা কর্মসূচি পালন, জোটের সিনিয়র নেতৃবৃন্দের বিরুদ্ধে অশোভন ও ঔদ্ধত্যপূর্ণ আচরণ, জোটের শৃঙ্খলা ভঙ্গ করার কারণে শরিকদের মধ্যে চরম ক্ষোভ ও অস্বস্তি বিরাজ করছিল। এমতাবস্থায় লেবার পার্টি নিজ থেকে জোট থেকে বিদায় হওয়ায় জোট নেতৃবৃন্দ আল্লাহর দরবারে শুকরিয়া প্রকাশ করেন।

লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ২০ দরীয় জোট বিলুপ্তর সময় বিএনপি বলেছে যার যার জায়গা থেকে আন্দোলন করতে। আমরা এখন নিজেদের মত আন্দোলন করবো। যুগপৎ আন্দোলনে আছি, থাকবো।

তিনি বলেন, এখানে কোনো ষড়যন্ত্র নাই। ১২ দলের কোনো নেতা যদি আমাদের নিয়ে কিছু বলে তা আপত্তিকর। সঠিক নয়। কারো কোনো বক্তব্য থাকলে আমার উপস্থিতিতে বলতে পারত।

ইরান বলেন, গতকাল লেবার পার্টি বাদে ১২ দলীয় জোটের প্রোগ্রামে ৬০ জন লোক হয়েছে। যাদের লোক নাই, নাম নাই, নামসর্বস্ব এদের সাথে আমি থাকবো না।

২২ ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবে আত্মপ্রকাশ হয় ১২ দলীয় জোটের। জোটের মধ্যে থাকা রাজনৈতিক দলগুলো হচ্ছে- জাতীয় পার্টি (জাফর), বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ জাতীয় দল, বাংলাদেশ এলডিপি, জাতীয় গণতান্ত্রিক দল (জাগপা), এনডিপি, মুসলিম লীগ (বিএমএল), জমিয়তে উলামায়ে ইসলাম, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ ইসলামিক পার্টি, বাংলাদেশ সাম্যবাদী দল।

বিজনেস বাংলাদেশ/ bh