০৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬

রাজশাহীতে বিএনপির মিছিলে পুলিশের লাঠিচার্জ, আবু সাঈদ চাঁদ আটক

রাজশাহীতে বিএনপির মিছিলে পুলিশের লাঠিচার্জের অভিযোগ উঠেছে। এ সময় মিছিল থেকে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদসহ সাতজনকে আটক করেছে পুলিশ।

শনিবার বিকালে ১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরীর তুলাপট্টি থেকে মিছিল বের করেন বিএনপি নেতাকর্মীরা। এ সময় পুলিশ মিছিলে বাধা দেয়। পুলিশের বাধা উপেক্ষা করে বিএনপি নেতাকর্মীরা মিছিল শুরু করলে পুলিশ ব্যানার কেড়ে নেয়। এরপরও পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল করে বিএনপি। এ সময় মিছিল থেকে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে আটক করা হয়।

নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, পুলিশের বাধা উপেক্ষা করে আবু সাঈদ চাঁদ ব্যস্ত সড়কে প্রতিবন্ধকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি চেষ্টা করছিলেন। এ কারণে তাকে আটক করা হয়েছে। তবে এখনও গ্রেফতার দেখানো হয়নি।

আবু সাঈদ চাঁদকে আটক করা হলে বিএনপি নেতাকর্মীরা তুলাপট্টির বিপরীতে সড়কে সমাবেশ শুরু করেন। তাতে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সাবেক এমপি হারুনুর রশিদ।

বিজনেস বাংলাদেশ/ bh

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত: প্রধান উপদেষ্টা

রাজশাহীতে বিএনপির মিছিলে পুলিশের লাঠিচার্জ, আবু সাঈদ চাঁদ আটক

প্রকাশিত : ০৭:০৩:২০ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩

রাজশাহীতে বিএনপির মিছিলে পুলিশের লাঠিচার্জের অভিযোগ উঠেছে। এ সময় মিছিল থেকে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদসহ সাতজনকে আটক করেছে পুলিশ।

শনিবার বিকালে ১০ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরীর তুলাপট্টি থেকে মিছিল বের করেন বিএনপি নেতাকর্মীরা। এ সময় পুলিশ মিছিলে বাধা দেয়। পুলিশের বাধা উপেক্ষা করে বিএনপি নেতাকর্মীরা মিছিল শুরু করলে পুলিশ ব্যানার কেড়ে নেয়। এরপরও পুলিশের বাধা উপেক্ষা করে মিছিল করে বিএনপি। এ সময় মিছিল থেকে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে আটক করা হয়।

নগরীর বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, পুলিশের বাধা উপেক্ষা করে আবু সাঈদ চাঁদ ব্যস্ত সড়কে প্রতিবন্ধকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি চেষ্টা করছিলেন। এ কারণে তাকে আটক করা হয়েছে। তবে এখনও গ্রেফতার দেখানো হয়নি।

আবু সাঈদ চাঁদকে আটক করা হলে বিএনপি নেতাকর্মীরা তুলাপট্টির বিপরীতে সড়কে সমাবেশ শুরু করেন। তাতে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সাবেক এমপি হারুনুর রশিদ।

বিজনেস বাংলাদেশ/ bh