মালয়েশিয়ার রাজনৈতিক নেতা ও ভবিষ্যত প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম মুক্তি পেয়েছেন। স্থানীয় সময় বেলা ১২টার দিকে তিনি হাসপাতাল (প্রিজন) থেকে বেরিয়ে আসেন। মুক্তির ফলে তার রাজনীতিতে ফেরার পথ আবার সুগম হলো।
এক সময়ের সম্ভাবনাময় এই নেতাকে সমকামিতা ও দুর্নীতির অভিযোগে কারাগারে পাঠানো হয়েছিল।
মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ দেশটির রাজার কাছে আনোয়ারের জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং বুধবার সকালেই তা অনুমোদিত হয়।
চুক্তি অনুযায়ী মাহাথির দুই বছর পর ক্ষমতা থেকে সরে দাঁড়াবেন এবং আনোয়ারকে দেশটির প্রধানমন্ত্রী করা হবে। বিরোধী জোটের নেতৃত্ব নেয়ার সময় মাহাথির চুক্তিবদ্ধ হয়েছিলেন, জোট ক্ষমতায় এলে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন। তবে এর দুই বছরের মধ্যে আনোয়ারের মুক্তি নিশ্চিত করে তার কাছে সরকারপ্রধানের দায়িত্ব হস্তান্তর করবেন তিনি।
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের যে হাসপাতালে বন্দি অবস্থায় চিকিৎসাধীন ছিলেন তিনি সেখান থেকে তাকে মুক্তি দেয়া হয়। হাসপাতাল থেকে হেঁটে বের হয়ে আসার সময় ৭০ বছর বয়সী আনোয়ারকে ঘিরে ছিলেন তার পরিবারের সদস্যরা, আইনজীরা ও কারারক্ষীরা। এ সময় তার পরনে ছিল কালো স্যুট, সাদা শার্টের সঙ্গে টাই।
হাসপাতাল থেকে বের হয়ে স্মিত হাসি দিয়ে হাত নেড়ে সমর্থকদের অভিবাদন জানান তিনি। তারপর গাড়িতে উঠে রাজার সঙ্গে দেখা করতে তার রাজপ্রাসাদের দিকে রওনা হন।
গত ৯ মে’তে অনুষ্ঠিত নির্বাচনে দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা বারিসন ন্যাসিওনাল সরকারকে হারিয়ে জয়লাভ করে মাহাথিরের নেতৃত্বাধীন পাকাতান হারাপান জোট।
























