০৮:০৯ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬

বঙ্গবন্ধু ছিলেন নির্যাতিত, শোষিতের পক্ষে: সাংসদ আরমা দত্ত

‘বঙ্গবন্ধু ছিলেন নির্যাতিত, শোষিতের পক্ষে। সারাজীবন তিনি সাধারণ মানুষের পক্ষে কাজ করে গেছেন। বঙ্গবন্ধুর শান্তির বাণী ছড়িয়ে পড়ুক দেশ ও বিশ্ববাসীর কাছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনা। বঙ্গবন্ধুর লালিত স্বপ্ন পূরণে বঙ্গবন্ধু কন্যা সদা তৎপর।’ মঙ্গলবার (২৩মে) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের নাতনী ও সংরক্ষিত মহিলা (৩১১ নং) আসনের সংসদ সদস্য আরমা দত্ত এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে কুবি উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আব্দুল মঈন বলেন, বঙ্গবন্ধুর দর্শন শুধু বাংলাদেশের জন্য না সারাবিশ্বের জন্য ছিলো। বঙ্গবন্ধু বলেছিলেন সারা বিশ্বের মানুষ দু’ভাগে বিভক্ত। শোষক, শোষিত। আমি শোষিতের পক্ষে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাও তার বাবার মতো দেশের শান্তি স্থাপনের জন্য কাজ করছেন। তিনি আরো বলেন, রোহিঙ্গাদের জায়গা দিয়ে বিশ্ব আলোড়ন সৃষ্টি করেছেন বঙ্গবন্ধু কন্যা। এছাড়াও পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি করে দেশের জন্য শান্তি বার্তা নিয়ে এসেছেন।
বিশেষ অতিথির বক্তব্যে কুবি উপ-উপাচার্য অধ্যাপক ড.মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, দেশ স্বাধীন হওয়ার প্রথম আন্তর্জাতিক পুরস্কার ছিল ‘জুলিও কুরি ‘। এর আগে বঙ্গবন্ধু বেঁচে থাকা অবস্হায়ও বিশ্ববন্ধু উপাধি পান। মুজিব সবসময় নির্যাতিত মানুষের জন্য কাজ করেছেন। এছাড়াও বিশেষ অতিথির বক্তব্যে কুবি কোষাধ্যক্ষ ড. আসাদুজ্জামান বলেন, যার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। বিশ্বে শান্তি স্থাপনের অবদান রাখার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রদান করা হয়েছে।

এসময় ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোহা. হাবিবুর রহমানের সভাপতিত্বে ও ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো. জাহিদ হাসানের সঞ্চালনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন, কুমিল্লার ৩১১ নং সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য আরমা দত্ত, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির ও কোষাধ্যক্ষ ড. মো. আসাদুজ্জামান, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বঙ্গবন্ধু ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পন শেষে প্রশাসনিক ভবনের ৪১১ নম্বর কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় অতিথিদের ফুল দিয়ে বরণ করেন নেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা এবং প্রধান বক্তাকে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন উপাচার্য অধ্যাপক ড এ এফ এম আবদুল মঈন।

বিজনেস বাংলাদেশ/ হাবিব

 

ট্যাগ :
জনপ্রিয়

আপনাদের একটি ভোটই পারে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসতে: ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল

বঙ্গবন্ধু ছিলেন নির্যাতিত, শোষিতের পক্ষে: সাংসদ আরমা দত্ত

প্রকাশিত : ০৬:২২:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩

‘বঙ্গবন্ধু ছিলেন নির্যাতিত, শোষিতের পক্ষে। সারাজীবন তিনি সাধারণ মানুষের পক্ষে কাজ করে গেছেন। বঙ্গবন্ধুর শান্তির বাণী ছড়িয়ে পড়ুক দেশ ও বিশ্ববাসীর কাছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা শেখ হাসিনা। বঙ্গবন্ধুর লালিত স্বপ্ন পূরণে বঙ্গবন্ধু কন্যা সদা তৎপর।’ মঙ্গলবার (২৩মে) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্যে ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের নাতনী ও সংরক্ষিত মহিলা (৩১১ নং) আসনের সংসদ সদস্য আরমা দত্ত এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে কুবি উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আব্দুল মঈন বলেন, বঙ্গবন্ধুর দর্শন শুধু বাংলাদেশের জন্য না সারাবিশ্বের জন্য ছিলো। বঙ্গবন্ধু বলেছিলেন সারা বিশ্বের মানুষ দু’ভাগে বিভক্ত। শোষক, শোষিত। আমি শোষিতের পক্ষে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাও তার বাবার মতো দেশের শান্তি স্থাপনের জন্য কাজ করছেন। তিনি আরো বলেন, রোহিঙ্গাদের জায়গা দিয়ে বিশ্ব আলোড়ন সৃষ্টি করেছেন বঙ্গবন্ধু কন্যা। এছাড়াও পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি করে দেশের জন্য শান্তি বার্তা নিয়ে এসেছেন।
বিশেষ অতিথির বক্তব্যে কুবি উপ-উপাচার্য অধ্যাপক ড.মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, দেশ স্বাধীন হওয়ার প্রথম আন্তর্জাতিক পুরস্কার ছিল ‘জুলিও কুরি ‘। এর আগে বঙ্গবন্ধু বেঁচে থাকা অবস্হায়ও বিশ্ববন্ধু উপাধি পান। মুজিব সবসময় নির্যাতিত মানুষের জন্য কাজ করেছেন। এছাড়াও বিশেষ অতিথির বক্তব্যে কুবি কোষাধ্যক্ষ ড. আসাদুজ্জামান বলেন, যার জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। বিশ্বে শান্তি স্থাপনের অবদান রাখার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রদান করা হয়েছে।

এসময় ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মোহা. হাবিবুর রহমানের সভাপতিত্বে ও ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক মো. জাহিদ হাসানের সঞ্চালনায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন, কুমিল্লার ৩১১ নং সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য আরমা দত্ত, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির ও কোষাধ্যক্ষ ড. মো. আসাদুজ্জামান, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বঙ্গবন্ধু ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পন শেষে প্রশাসনিক ভবনের ৪১১ নম্বর কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় অতিথিদের ফুল দিয়ে বরণ করেন নেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা এবং প্রধান বক্তাকে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন উপাচার্য অধ্যাপক ড এ এফ এম আবদুল মঈন।

বিজনেস বাংলাদেশ/ হাবিব