স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি) আয়োজিত আন্তঃব্যাচ মুট কোর্ট প্রতিযোগিতা এর ৭ম পর্বের ফাইনাল রাউন্ড ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার,২৭ মে বিশ্ববিদ্যালয়ের সেমিনার রুমে এটি অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতাটি আয়োজন করে স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ মুটকোর্ট সোসাইটি। এসময় বিচারক হিসেবে ছিলেন গাজীপুর জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্দুরর হমান, সুপ্রিম কোর্ট এডভোকেট ব্যারিস্টার তাপস কান্তি বল, এডভোকেট ব্যারিস্টার সাইদা শারমিন এশা প্রমূখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসইউবি আইন বিভাগের উপদেষ্টা প্রফেসর ড. আসিফ নজরুল। তিনি বলেন, যদি একটি জায়গায়ও অবিচার হয়, তাহলে সব জায়গায় সুবিচার পাওয়া হুমকির মুখে পড়ে। পৃথিবীতে এখন আগের চেয়ে আরও অনেক বেশি ন্যায় বিচার প্রয়োজন। তিনি আরও বলেন, আন্তঃব্যাচ মুটকোর্ট প্রতিযোগিতার মাধ্যমে অংশগ্রহণকারীদের পেশাগত জ্ঞান, গবেষণা দক্ষতা এবং যোগাযোগ কৌশলবৃদ্ধি পাবে। এ প্রতিযোগিতার মাধ্যমে তরুণ আইনের ছাত্ররা বাস্তবতার নিরিখে বৈশ্বিক পরিসরে চিন্তা করতে এবং সেই পরিপ্রেক্ষিতে বিভিন্ন সমাধান খুঁজতে শিখবে।
প্রতিযোগিতায় মোডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন এসইউবি আইন বিভাগের লেকচারার সিনথিয়া করিম। প্রতিযোগিতাটিতে চ্যাম্পিয়ন হয়েছে টিম পলেমিক (আফরোজা নেওয়াজদিবা, জয় চন্দ্র দাস ও আকিবুলআলম ) ও রানার্স-আপ হয়েছে টিম লঈগালস (সুমাইয়াসামিঊনতন্ময়, সানজিদাতাসনিমতন্বী ও ইফাতজাহানরাত্রিমনি)। বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড পেয়েছে ৪১তম ব্যাচের প্রভাত বালা এবং রানার্স-আপ দলের সুমাইয়া সামিঊন তন্ময় তার অসাধারণ পারফরম্যান্সের জন্য সেরা মুটারের স্বীকৃতি অর্জন করে। সর্বমোট ১০টি টিম প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় মিডিয়া পার্টনার হিসেবে ছিলো, দৈনিক বাংলা ও নিউজবাংলা টুয়েন্টিফোর।
বিজনেস বাংলাদেশ/ হাবিব


























