০৩:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬

আজ থেকে শুরু হলো পবিত্র মাহে রমজান

বছর ঘুরে আবারো এলো পবিত্র মাহে রমজান। বৃহস্পতিবার পশ্চিমাকাশে উঁকি দিয়েছে নতুন চাঁদ। ‘খুলে দেয়া হয়েছে আসমানের দরজাসমূহ’। সংযম চর্চার মধ্য দিয়ে আত্মশুদ্ধি অর্জন ও মহান আল্লাহপাকের অনুগ্রহ লাভের লক্ষ্যে ধর্মপ্রাণ মুসলমানরা আজ শুক্রবার শুরু করেছেন সিয়াম সাধনা। এই পরিপ্রেক্ষিতে, আগামী ১২ জুন দিবাগত রাতে সারাদেশে পবিত্র লাইলাতুল কদর পালিত হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররমস্থ সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান।

সভাশেষে ধর্মমন্ত্রী দেশবাসীকে রমজানের শুভেচ্ছা এবং মাহে রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান জানিয়েছেন।

ইসলামিক ফাউন্ডেশন সূত্র জানায়, শুক্রবার পবিত্র রমজান মাসের রহমতের প্রথম ১০ দিনের প্রথম দিন। বৃহস্পতিবার দিবাগত ভোররাত ৩টা ৪৬ মিনিটে সেহেরির শেষ সময়। শুক্রবার ইফতার হবে সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে। শনিবার সেহেরির শেষ সময় ভোররাত ৩টা ৪৫ মিনিট এবং ইফতার হবে সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে।

সভায় জানানো হয়েছে, বাংলাদেশের আকাশে গত বুধবার কোথাও ১৪৩৯ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পাওয়া যায়নি। ফলে বৃহস্পতিবার পবিত্র শাবান মাস ৩০ দিন পূর্ণ হয়। আজ ১৮ মে শুক্রবার থেকে পবিত্র রমজান মাস গণনা শুরু হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের চ্যালেঞ্জে ১২ ফেব্রুয়ারি নির্বাচন

আজ থেকে শুরু হলো পবিত্র মাহে রমজান

প্রকাশিত : ১০:০৫:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ মে ২০১৮

বছর ঘুরে আবারো এলো পবিত্র মাহে রমজান। বৃহস্পতিবার পশ্চিমাকাশে উঁকি দিয়েছে নতুন চাঁদ। ‘খুলে দেয়া হয়েছে আসমানের দরজাসমূহ’। সংযম চর্চার মধ্য দিয়ে আত্মশুদ্ধি অর্জন ও মহান আল্লাহপাকের অনুগ্রহ লাভের লক্ষ্যে ধর্মপ্রাণ মুসলমানরা আজ শুক্রবার শুরু করেছেন সিয়াম সাধনা। এই পরিপ্রেক্ষিতে, আগামী ১২ জুন দিবাগত রাতে সারাদেশে পবিত্র লাইলাতুল কদর পালিত হবে।

বৃহস্পতিবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররমস্থ সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান।

সভাশেষে ধর্মমন্ত্রী দেশবাসীকে রমজানের শুভেচ্ছা এবং মাহে রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান জানিয়েছেন।

ইসলামিক ফাউন্ডেশন সূত্র জানায়, শুক্রবার পবিত্র রমজান মাসের রহমতের প্রথম ১০ দিনের প্রথম দিন। বৃহস্পতিবার দিবাগত ভোররাত ৩টা ৪৬ মিনিটে সেহেরির শেষ সময়। শুক্রবার ইফতার হবে সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে। শনিবার সেহেরির শেষ সময় ভোররাত ৩টা ৪৫ মিনিট এবং ইফতার হবে সন্ধ্যা ৬টা ৩৯ মিনিটে।

সভায় জানানো হয়েছে, বাংলাদেশের আকাশে গত বুধবার কোথাও ১৪৩৯ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পাওয়া যায়নি। ফলে বৃহস্পতিবার পবিত্র শাবান মাস ৩০ দিন পূর্ণ হয়। আজ ১৮ মে শুক্রবার থেকে পবিত্র রমজান মাস গণনা শুরু হয়েছে।