কবি নজরুল কলেজ বিতর্ক ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে । উক্ত নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন জাকারিয়া বারী সাগর এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শাহীন আলম শরিফ।
বিতর্ক ক্লাবের নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ছিলেন ইউনুছ ফারাবী, সহকারী নির্বাচন কমিশনের ছিলেন আবু বকর সিদ্দিক। এবং নির্বাচনের প্রিজাডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন জিল্লুর রহমান অভ্র, মহাপরিচালক কবি নজরুল বিতর্ক ক্লাব। নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, সবার সহযোগিতা ও ভালোবাসা নিয়ে কবি নজরুল বিতর্ক ক্লাবকে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত মুখ হিসেবে ধরে রাখতে চাই।


























