বেসরকারি টেলিভিশন চ্যানেলের ধর্মীয় অনুষ্ঠানের উপস্থাপক শায়খ নুরুল ইসলাম ফারুকী হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে আগামী ৮ জুলাই নতুন দিন ধার্য করেছেন আদালত।
বুধবার মামলাটিতে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ধার্য ছিল। কিন্তু মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করার ঢাকা মহানগর হাকিম মাজহারুল হক নতুন এদিন ধার্য করেন।
২০১৪ সালের ২৭ আগস্ট রাজধানীর পূর্ব রাজাবাজারের ১৭৪ নম্বর বাড়িতে নৃশংসভাবে খুন করা হয় মাওলানা নুরুল ইসলাম ফারুকীকে। এ ঘটনায় নিহতের ছেলে ফয়সাল ফারুকী শেরেবাংলা নগর থানায় ডাকাতি ও হত্যা মামলা করেন।


























