স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মাদকের বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’।
বৃহস্পতিবার সকালে রাজধানীর ফার্মগেট পুলিশ ফাঁড়ির সামনে দেশব্যাপী মাদক বিরোধী বিশেষ ক্যাম্পইনে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’। মাদকের বিস্তার রোধকল্পে দেশব্যাপী অভিযান চলছে। গোয়েন্দা সংস্থার তালিকা অনুযায়ী সব মাদক ব্যবসায়ীকে আইনের আওতায় আনা হবে।
























