সর্বকালের সব শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে পালন উপলক্ষ্যে ধানমন্ডি-৩২ নম্বর বাড়ীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) মোঃ নরুল ইসলাম।
পরে সিএজি কার্যালয়ে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও পুস্পস্তক অর্পণ, পবিত্র কোরআন তেলাওয়াত, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (সিএজি) মোঃ নরুল ইসলাম। বঙ্গবন্ধুর জীবন ও দর্শন বিস্তারিত আলোচনাকালে সিএজি উল্লেখ করেন যে ”বঙ্গবন্ধু বাঙালি জাতির মুক্তিদাতা। বাংলাদেশ নামের এই স্বাধীন দেশটি তিনি উপহার হিসেবে দিয়েছেন। আমার পেয়েছি একটি সার্বভৌম দেশ, স্বাধীন জাতি সত্তা, পবিত্র সংবিধান, নিজস্ব মানচিত্র ও লাল সবুজ পতাকা। জাতির পিতার প্রতি আমাদের অশেষ ঋণ, শ্রদ্ধা, ভালোবাসা। জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শ নীতি ও মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে সুখী সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়তে জনগণের সেবক হিসেবে সকল দায়িত্ব যথাযথভাবে পালন করে আন্তরিকতা,শ্রদ্ধা, সম্মান ও নিষ্ঠার সাথে জনগণের সেবা করা এবং বঙ্গবন্ধুর আদর্শ অনুযায়ী কাজ করাই আমাদের অঙ্গীকার”।
বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কর্ম ও জীবনীভিত্তিক ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত, দেশের ও দেশের জনগণের সুখ, শান্তি, সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে অডিট এন্ড একাউন্টস বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
০৫:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
সংবাদ শিরোনাম :
সিএজি কার্যালয়ে জাতীয় শোক দিবস পালিত
-
নিজস্ব প্রতিবেদক
- প্রকাশিত : ০৫:০৫:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩
- 143
জনপ্রিয়