০৭:০৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪

বঙ্গবন্ধু বাঙ্গালি হৃদয়ে বেঁচে রয়েছেন

স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোআ মাহফিল অনুষ্ঠিত।

বুধবার ( ১৬ আগস্ট) বাংলাদেশ রেলওয়ের অর্থ উপদেষ্টা ও প্রধান হিসাব অধিকর্তা (পূর্ব) চট্টগ্রাম কার্যালয় কর্তৃক বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল সিআরবিস্থ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সহকারী অর্থ উপদেষ্টা (প্রশাসন)/সার্বিক/পূর্ব সুগ্রীব চাকমা এর সভাপতিত্বে ও অরুন কুমার ভদ্র এর সঞ্চালনা করেন।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত ও দোআ মোনাজাত করেন, আবু বক্কর। আলোচনা সভায় ববক্তব্য রাখেন ডিএফএ(বুকস) আহমেদ সাইফুল ইসলাম চৌধুরী, সহকারী অর্থ উপদেষ্টা (ব্যয়) মো. ফয়সাল হোসেন, হিসাব কর্মকর্তা(সংগ্রহ) মো. মামুন হোসেন, হিসাবরক্ষক/সিপিবি দিবাকর বালা ভারাক্রান্ত হৃদয়ে বঙ্গবন্ধু ও স্বাধীনতা নিয়ে তাঁদের অভিব্যক্তি প্রকাশ করেন এবং বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন জাতির পিতার প্রতি।

আলোচনা সভায় প্রধান অতিথি এ এইচ এম শামসুর রহমান বলেন, যে স্বাধীনতা না আসলে আজকে আমরা স্বাধীনভাবে অফিস করতে পারতাম না, চেয়ারে বসতে পারতাম না, সেই স্বাধীনতার ডাকদানকারী গোপালগঞ্জের টুঙ্গীপাড়ার সেই খোকা পরবর্তীতে বাংলার আপামর জনসাধারণের বঙ্গবন্ধু হয়ে উঠা শেখ মুজিবুর রহমানকে ১৯৭৫ এর ১৫ আগস্ট কালোরাত্রিতে স্বপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়।

৪৮তম শাহাদাৎ বার্ষিকীতে গভীর শ্রদ্ধার সাথে স্বরণ করেন, শেখ ফজিলাতুন্নেছা মুজিব, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেলসহ পরিবারের সকল সদস্যসহ ওইদিন জীবন দানকারী সকলকে।

প্রধান অতিথি আরো বলেন, ৫২ ভাষা আন্দোলন, ৬৬’র ৬ দফা, ৬৯’র গণঅভ্যুত্থান, ৭১ এর ৭ মার্চের কালজয়ী ভাষণ ও মহান মুক্তিযুদ্ধ একই সূত্রে গাথা। ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ তার পরিবারের সকলকে নির্মমভাবে হত্যাকাণ্ড বাঙ্গালি জাতিকে শতবছর পেছনে ঠেলে দিয়েছে। বঙ্গবন্ধুকে দৈহিকভাবে হত্যা করা হলেও তিনি বাঙ্গালি হৃদয়ে বেঁচে রয়েছেন। কেননা একটি জাতিরাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা এবং স্থপতি তিনিই। তারই সুযোগ্য কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ আজ উন্নত বিশ্বে মাথা উঁচু করে এগ্রিয়ে যাচ্ছে।

অর্থনৈতিকভাবে দেশ হচ্ছে স্বয়ংসম্পূর্ণ। নিজেদের টাকায় হয়েছে পদ্মাসেতু। আমাদের সকলকে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে নিজের দায়িত্ব যার যার অবস্থান থেকে সঠিকভাবে পালন করতে হবে। সেই দায়িত্ব পালন করলেই কেবল বঙ্গবন্ধুসহ সকল বীর যোদ্ধাদের প্রতি আমাদের প্রকৃত সম্মান জানানো হবে। কোনো সেবা নিতে এসে কেউ যাতে ভোগান্তিতে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। বিশেষকরে সম্মানিত পেনশনারেরা যাতে কোনোভাবেই কষ্ট না পায় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

সভার শেষে মোনাজাত ও উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ বিতরণ করা হয়।

বিজনেস বাংলাদেশ/একে

ট্যাগ :

শরীয়তপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আসলামের মামলা প্রত্যাহারের দাবি

বঙ্গবন্ধু বাঙ্গালি হৃদয়ে বেঁচে রয়েছেন

প্রকাশিত : ০৩:৫৭:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অগাস্ট ২০২৩

স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোআ মাহফিল অনুষ্ঠিত।

বুধবার ( ১৬ আগস্ট) বাংলাদেশ রেলওয়ের অর্থ উপদেষ্টা ও প্রধান হিসাব অধিকর্তা (পূর্ব) চট্টগ্রাম কার্যালয় কর্তৃক বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল সিআরবিস্থ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সহকারী অর্থ উপদেষ্টা (প্রশাসন)/সার্বিক/পূর্ব সুগ্রীব চাকমা এর সভাপতিত্বে ও অরুন কুমার ভদ্র এর সঞ্চালনা করেন।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলোয়াত ও দোআ মোনাজাত করেন, আবু বক্কর। আলোচনা সভায় ববক্তব্য রাখেন ডিএফএ(বুকস) আহমেদ সাইফুল ইসলাম চৌধুরী, সহকারী অর্থ উপদেষ্টা (ব্যয়) মো. ফয়সাল হোসেন, হিসাব কর্মকর্তা(সংগ্রহ) মো. মামুন হোসেন, হিসাবরক্ষক/সিপিবি দিবাকর বালা ভারাক্রান্ত হৃদয়ে বঙ্গবন্ধু ও স্বাধীনতা নিয়ে তাঁদের অভিব্যক্তি প্রকাশ করেন এবং বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন জাতির পিতার প্রতি।

আলোচনা সভায় প্রধান অতিথি এ এইচ এম শামসুর রহমান বলেন, যে স্বাধীনতা না আসলে আজকে আমরা স্বাধীনভাবে অফিস করতে পারতাম না, চেয়ারে বসতে পারতাম না, সেই স্বাধীনতার ডাকদানকারী গোপালগঞ্জের টুঙ্গীপাড়ার সেই খোকা পরবর্তীতে বাংলার আপামর জনসাধারণের বঙ্গবন্ধু হয়ে উঠা শেখ মুজিবুর রহমানকে ১৯৭৫ এর ১৫ আগস্ট কালোরাত্রিতে স্বপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়।

৪৮তম শাহাদাৎ বার্ষিকীতে গভীর শ্রদ্ধার সাথে স্বরণ করেন, শেখ ফজিলাতুন্নেছা মুজিব, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেলসহ পরিবারের সকল সদস্যসহ ওইদিন জীবন দানকারী সকলকে।

প্রধান অতিথি আরো বলেন, ৫২ ভাষা আন্দোলন, ৬৬’র ৬ দফা, ৬৯’র গণঅভ্যুত্থান, ৭১ এর ৭ মার্চের কালজয়ী ভাষণ ও মহান মুক্তিযুদ্ধ একই সূত্রে গাথা। ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ তার পরিবারের সকলকে নির্মমভাবে হত্যাকাণ্ড বাঙ্গালি জাতিকে শতবছর পেছনে ঠেলে দিয়েছে। বঙ্গবন্ধুকে দৈহিকভাবে হত্যা করা হলেও তিনি বাঙ্গালি হৃদয়ে বেঁচে রয়েছেন। কেননা একটি জাতিরাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা এবং স্থপতি তিনিই। তারই সুযোগ্য কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ আজ উন্নত বিশ্বে মাথা উঁচু করে এগ্রিয়ে যাচ্ছে।

অর্থনৈতিকভাবে দেশ হচ্ছে স্বয়ংসম্পূর্ণ। নিজেদের টাকায় হয়েছে পদ্মাসেতু। আমাদের সকলকে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে নিজের দায়িত্ব যার যার অবস্থান থেকে সঠিকভাবে পালন করতে হবে। সেই দায়িত্ব পালন করলেই কেবল বঙ্গবন্ধুসহ সকল বীর যোদ্ধাদের প্রতি আমাদের প্রকৃত সম্মান জানানো হবে। কোনো সেবা নিতে এসে কেউ যাতে ভোগান্তিতে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। বিশেষকরে সম্মানিত পেনশনারেরা যাতে কোনোভাবেই কষ্ট না পায় সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

সভার শেষে মোনাজাত ও উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ বিতরণ করা হয়।

বিজনেস বাংলাদেশ/একে