০৮:৩৫ অপরাহ্ন, রবিবার, ০৬ অক্টোবর ২০২৪

রাজশাহী মহানগর ছাত্রলীগ নেতা তারিকুলকে স্থায়ী বহিষ্কার

বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী মহানগর শাখার (শিক্ষা ও পাঠচক্র সম্পাদক) তারিকুল ইসলামকে সাম্প্রতিক সময়ে সাম্প্রতিক সময়ে অনাকাক্ষিত ঘটনা ও নৈতিকস্খলজনিত কারণে স্থায়ীভাবে বহিস্কার করা হয়েছে।

শনিবার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সাম্প্রতিক সময়ে অনাকাক্ষিত ঘটনা ও সংগঠন বিরোধি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তরিকুল ইসলাম (শিক্ষা ও পাঠচক্র সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী মহানগর শাখা) কে বাংলাদেশ ছাত্রলীগ থেকে স্থায়ী বহিস্কার করা হলো।

মহানগরের এক নেতা জানায়, মহানগরের হাইব্রিড নেতা তরিকুলকে স্থায়ীভাবে বহিস্কার করায় আমরা খুবই আনন্দিত। ছাত্রদল থেকে অনুপ্রবেশকারী এই নেতা মাদক ও অস্ত্র মামলাসহ মোট ১৩টি মামলার আসামী। ছাত্রলীগের আদর্শ ও নীতি নৈতিকার বিরোধী কার্যকলাপ যাদের মধ্যে রয়েছে তাদের ছাত্রলীগ করার কোন অধিকার নেই। শুধু বহিস্কার নয় প্রশাসনের কাছে অনুরোধ এই সকল সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি জরুরী।

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন বলেন, যুদ্ধাপরাধীদের পক্ষে সহানুভূতিশীল কেউ ছাত্রলীগ করতে পারবে না, এটা পরিষ্কার। সারা দেশে সাংগঠনিক ইউনিটগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে যে এ ধরনের কাউকে পেলে ত্বরিত বহিষ্কার করতে হবে।
ছাত্রলীগের নেতারা এমন কার্যক্রমে জড়িত এই বিষয়ে কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন কে প্রশ্ন করলে সে বলেন ছাত্রলীগে কিছু সুবিধাবাদী প্রবেশ করেছে। এই সুবিধাবাদীরাই নানা অপকর্মে লিপ্ত হয়ে সংগঠনের বদনাম করছে।

বিজনেস বাংলাদেশ/ এনআই

জনপ্রিয়

রংপুরে রেল স্টেশনে বৈষম্য উন্নয়ন হয়নি,প্রতিবাদে অবরোধ

রাজশাহী মহানগর ছাত্রলীগ নেতা তারিকুলকে স্থায়ী বহিষ্কার

প্রকাশিত : ১০:১২:৪২ অপরাহ্ন, রবিবার, ২০ অগাস্ট ২০২৩

বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী মহানগর শাখার (শিক্ষা ও পাঠচক্র সম্পাদক) তারিকুল ইসলামকে সাম্প্রতিক সময়ে সাম্প্রতিক সময়ে অনাকাক্ষিত ঘটনা ও নৈতিকস্খলজনিত কারণে স্থায়ীভাবে বহিস্কার করা হয়েছে।

শনিবার ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সাম্প্রতিক সময়ে অনাকাক্ষিত ঘটনা ও সংগঠন বিরোধি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তরিকুল ইসলাম (শিক্ষা ও পাঠচক্র সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ, রাজশাহী মহানগর শাখা) কে বাংলাদেশ ছাত্রলীগ থেকে স্থায়ী বহিস্কার করা হলো।

মহানগরের এক নেতা জানায়, মহানগরের হাইব্রিড নেতা তরিকুলকে স্থায়ীভাবে বহিস্কার করায় আমরা খুবই আনন্দিত। ছাত্রদল থেকে অনুপ্রবেশকারী এই নেতা মাদক ও অস্ত্র মামলাসহ মোট ১৩টি মামলার আসামী। ছাত্রলীগের আদর্শ ও নীতি নৈতিকার বিরোধী কার্যকলাপ যাদের মধ্যে রয়েছে তাদের ছাত্রলীগ করার কোন অধিকার নেই। শুধু বহিস্কার নয় প্রশাসনের কাছে অনুরোধ এই সকল সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি জরুরী।

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন বলেন, যুদ্ধাপরাধীদের পক্ষে সহানুভূতিশীল কেউ ছাত্রলীগ করতে পারবে না, এটা পরিষ্কার। সারা দেশে সাংগঠনিক ইউনিটগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে যে এ ধরনের কাউকে পেলে ত্বরিত বহিষ্কার করতে হবে।
ছাত্রলীগের নেতারা এমন কার্যক্রমে জড়িত এই বিষয়ে কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন কে প্রশ্ন করলে সে বলেন ছাত্রলীগে কিছু সুবিধাবাদী প্রবেশ করেছে। এই সুবিধাবাদীরাই নানা অপকর্মে লিপ্ত হয়ে সংগঠনের বদনাম করছে।

বিজনেস বাংলাদেশ/ এনআই