ঢাকার ছবিতে এ সময়ের আলোচিত দুটি নাম সিয়াম আহমেদ ও পূজা চেরী। রায়হান রাফির পরিচালনায় ‘পোড়ামন ২’ ছবিতে অভিনয় করছেন তারা। এ ছবির মধ্য দিয়েই চিত্রনায়ক হিসেবে সিয়ামের অভিষেক হতে যাচ্ছে। ঈদে মুক্তি পাবে ছবিটি। গত ২৪ মে প্রকাশিত হয়েছে ছবিটির দ্বিতীয় গান। আর একে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছে সিয়াম-পূজা জুটি।
সালমান শাহকে স্মরণ করে নির্মিত ছবি ‘পোড়ামন ২’-এর একটি গান প্রকাশিত হয়েছে কয়েকদিন আগে। এটি বেশ প্রশংসিত হয়। এরপর ২৪ মে সন্ধ্যায় উৎসবমুখর পরিবেশে প্রকাশিত হয় গ্রামীণ পটভূমিতে চিত্রায়িত ফোক ঘরানার ‘ওহে শ্যাম’ শিরোনামের গানটি। এই গান প্রকাশের পর থেকেই চলচ্চিত্র সংশ্লিষ্টদের প্রশংসা কুড়াচ্ছেন সিয়াম ও পূজা।
বাংলাদেশের অন্যতম সেরা নায়ক প্রয়াত সালমান শাহর এক ভক্তের কাহিনি নিয়ে এগিয়েছে ‘পোড়ামন ২’ ছবির গল্প। সেই ছবির দ্বিতীয় গানটি এখন পর্যন্ত প্রায় সাত লাখ দর্শক দেখেছেন।
আর কমেন্টের ঘরে সিয়াম আর পূজাকে নিয়ে চলছে মুগ্ধতার বর্ণানা। ‘ওহে শ্যাম তোমারে আমি নয়নে নয়নে রাখিব’-শিরোনামের গানটি লিখেছেন লোকগানের জনপ্রিয় গীতিকার শাহ আলম সরকার। সুর করেছেন ইমন সাহা।
গানটিতে কণ্ঠ দিয়েছেন দুই জনপ্রিয় শিল্পী কণা ও ইমরান। কথা, সুর, কোরিওগ্রাফির মেলবন্ধনে ওঠে এসেছে গ্রাম বাংলার রূপবৈচিত্র্য। গানটিতে নাচের কোরিওগ্রাফি করেছেন বলিউডের জয়েশ প্রধান।
প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে গানটির ক্যাপশন দেওয়া হয়েছে এভাবে, ‘গ্রামের উৎসব দেখেছেন? জীবনানন্দের রূপসী বাংলা দেখেছেন? না দেখে থাকলে, দেখুন কত সুন্দর আমাদের এই দেশ! আছে সবুজ প্রান্তর আর নীলের খেলা, যা আপনার চোখ ও মনকে শান্তি দিবে। সাথে গ্রাম বাংলার মিষ্টি মধুর গান।’
গত বছরের ২৯ সেপ্টেম্বর মেহেরপুরে ছবিটির শুটিং শুরু হয়। এর আগে ‘পোড়ামন ২’-এর প্রথম গান ‘নাম্বার ওয়ান হিরো’ প্রকাশিত হয়। নন্দিত নায়ক সালমান শাহকে উৎসর্গ করা গানটিতে মুগ্ধতার কথা জানিয়েছেন দর্শক-শ্রোতারা।
ছবিতে সিয়াম-পূজা ছাড়াও অভিনয় করেছেন বাপ্পারাজ, সাঈদ বাবু, ফজলুর রহমান বাবুসহ আরও অনেকেই।
ছবিটির বিষয়ে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ বলেন, ‘গেল দুই বছর ঈদ মানেই শাকিব ও জিতের লড়াই। তার আগের দুই বছর ছিল মাহি ও শাকিবের লড়াই। তার আগে ছিল শাকিবের সাথে শাকিবের লড়াই। হোক না এবার শাকিবের সাথে নতুন ছেলে-মেয়ের (সিয়াম-পূজা) লড়াই। ১৫ জুন ঈদ উপলক্ষে মুক্তি পাবে ছবিটি।’
জাকির হোসেন রাজু পরিচালিত ‘পোড়ামন’ ছবিটি ২০১৩ সালের ১৪ জুন মুক্তি পেয়েছিল। এই ছবির সফলতার কারণেই চলতি বছর ‘পোড়ামন ২’ নির্মাণের ঘোষণা দেয় জাজ মাল্টিমিডিয়া।
বাংলাদেশে মুক্তির আগে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে জমজমাট ও মর্যাদাপূর্ণ উৎসব কান চলচ্চিত্র উৎসবের ৭১তম আসরে ফিল্ম মার্কেটে গত ১৩ মে বিকেল সাড়ে ৩টায় ছবিটির প্রথম প্রদর্শনী হয়।


























