রাজধানীতে দ্রুততম সময়ে চলাচলের জন্য নির্মিত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে প্রথম দিনের প্রথম ১০ ঘণ্টায় টোল আদায় হয়েছে আট লাখ ৮৩ হাজার ৫২৯ টাকা। এছাড়াও নির্ধারিত টোল দিয়ে ১০ হাজারেরও বেশি যানবাহন চলাচল করেছে।
রোববার ৩ সেপ্টেম্বর বিকেলে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক এ এইচ এম এস আকতার এই তথ্য জানান।
তিনি জানান, সকাল ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলাচলকারী মোট গাড়ির ৯০ শতাংশের বেশি প্রাইভেট কার। মোট গাড়ি চলাচল করেছে ১০ হাজার ৮৫৪টি।
যানজটে নাকাল রাজধানীবাসীকে কিছুটা স্বস্তি দিতে রাজধানীতে নির্মিত এলিভেটেড এক্সপ্রেসওয়ের একাংশ গতকাল শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন। রোববার ভোর থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় সড়কটি।
কাওলা থেকে বনানী, তেজগাঁও, মগবাজার, কমলাপুর ও মানিকনগর হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত উড়াল সড়ক হচ্ছে সরকারি-বেসরকারি যৌথ বিনিয়োগে (পিপিপি)। পুরো উড়াল সড়কের দৈর্ঘ্য ১৯ দশমিক ৭৩ কিলোমিটার। সাড়ে ১১ কিলোমিটার পাড়ি দিতে ১২ মিনিট লাগবে বলে সেতু কর্তৃপক্ষ জানিয়েছে।
তবে এখন বিমানবন্দরের কাওলা থেকে ফার্মগেট অংশ খুলে দেওয়া হয়েছে। ফলে এই পথে আসতে যেসব জায়গায় ওঠানামার সুযোগ আছে সেগুলো সব রোববার থেকেই চালু হয়েছে।












