‘১ কোটি না, ৫ কোটি দেব শাকিব যদি ১০ কোটি টাকা লাভ এনে দিতে পারে’

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের পারিশ্রমিক চাওয়া নিয়ে ইতিমধ্যেই নানা উঠেছে শোবিজে। অল্প ক’দিন আগের খবর- ১ কোটি টাকা পারিশ্রমিক চেয়েছেন শাকিব। এই সম্মানী নাকি তিনি চাচ্ছেন ‘প্রিয়তমা’ সিনেমা হিট হওয়ার পর থেকেই। আর এ কারণে নির্মাতা বদিউল আলম খোকনের ‘নীল দরিয়া’ সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার পরও শুটিংয়ের জন্য সময় দেননি এই চিত্রনায়ক।
নির্মাতা খোকন জানান, অভিনয়ের জন্য নির্ধারিত পারিশ্রমিক নিয়েও শুটিং করছেন না শাকিব খান। তার অভিযোগ- ‘নীল দরিয়া’র শুটিং শুরুর কথা ছিল গেল ২০ জুলাই। আর এর জন্য পারিশ্রমিক হিসেবে শুরুতেই ৪০ লাখ টাকা নিয়েছিলেন শাকিব। কিন্তু ‘প্রিয়তমা’ হিট হওয়ার পরই নিজের পারিশ্রমিক বাড়িয়ে দেন ঢাকাই সিনেমার এই শীর্ষ নায়ক। তাই তিনি নির্মাতার কাছে আরও ৬০ লাখ টাকা দাবি করেন।
শাকিব খানের ১ কোটির পারিশ্রমিক নিয়ে এবার কথা বলেছেন জনপ্রিয় খল অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। তার কথায়, ‘আমি ১ কোটি না, ৫ কোটি দেব; উনি যদি আমাকে ১০ কোটি টাকা লাভ এনে দিতে পারে। আমি তো টাকার পেছনে দৌড়াইনি, ছবির পেছনে দৌড়াইছি। বাংলাদেশের কোনো প্রযোজক বা পরিচালক ১ কোটি টাকা দিয়ে এখন শিল্পী নিবে না। কারণ দেশের এখনও চলচ্চিত্রের সেই বাজার তৈরি হয়নি। সেই বাজার তৈরি হলে তারপর ১-২ কোটি টাকা দিয়ে শিল্পীদের নেবে প্রযোজকরা।’
শাকিব খানের ‘প্রিয়তমা’ সিনেমার প্রসঙ্গে টেনে এই অভিনেতা বলেন, ‘কিছুদিন আগে শাকিবের একটা ছবি ভালো গেছে। ভালো আবার ওই ভালো না যে, ২০-৩০ কোটি টাকা লাভ হইছে। লাভ হয়েছে হয়তো সীমিত। হয়তো ১ বা ২ কোটি, এর ওপরে না। বাংলাদেশে কয়টা সিনেমা হলে আছে আর সেখান থেকে কত আসতে পারে; তা আপনারা খোঁজ নিলেই জানতে পারবেন। সব ছবি থেকে তো আর ২ কোটি টাকা কামানো সম্ভব না।’
সবশেষে ডিপজল বলেন, ‘একটা সময় কিন্তু ডিপজলের ছবি মানেই হিট ছিল। কই আমি তো টাকা বাড়াইনি। আমরা ছবি কিভাবে উঠবে- সেটার চেষ্টা করেছি। টাকার পেছনে দৌড়াইনি। আমি মনে করি, শাকিব খানের এই বিষয়টার দিতে বেশি গুরুত্ব দিতে হবে।’
বিজনেস বাংলাদেশ/ বিএইচ