স্টার্ট নেটওয়ার্ক আয়োজিত ফোরওয়ার্ন ডিজাস্টার হ্যাকাথনের ফাইনালে উঠেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুইটি টিম। ওপেন ম্যাপিং হাব, স্টার্ট নেটওয়ার্ক, এশিয়া প্যাসিফিক এবং ফোরওয়ার্ন বাংলাদেশ সম্মিলিতভাবে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে প্রথমবারের মতো ‘ফোরওয়ার্ন ডিজাস্টার হ্যাকাথন’ ১.০ আয়োজন করে।
এ প্রতিযোগিতায় অংশগ্রহণে রেজিস্ট্রেশন কার্যক্রম শেষে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে মোট ৫২টি দল অনলাইন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এসময় প্রতিযোগিদের ২০টি পূর্বনির্ধারিত থিমের মধ্য থেকে যেকোনো একটি থিমে তাদের উদ্ভাবনী আইডিয়া সংবলিত আড়াই মিনিটের একটি ভিডিও সাবমিট করতে হয়। পরবর্তীতে ২০ আগস্ট ৫২টি টিমের মধ্য থেকে ১৫টি টিমকে চেক স্টেজের জন্য সিলেক্ট করা হয়। এসময় পাবিপ্রবির দুটি টিম ‘টিম কনকোয়ারর’ এবং ‘টিম অপটিমাইজার’ থেকে চেক স্টেজের জন্য সিলেক্ট হয়। ২০ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর চেক স্টেজের কার্যক্রম সম্পন্ন করে মোট ৮টি দলকে ফাইনাল রাউন্ড অর্থাৎ কাল্টিভেট স্টেজের জন্য সিলেক্ট করা হয়। যেখানে পাবিপ্রবির দুটি টিমই চেক স্টেজ অতিক্রম করে ফাইনালে পৌঁছেছে।
গত ১৮ সেপ্টেম্বর ফাইনালিস্ট দুই দলের সদস্যরা উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় উপাচার্য উভয় দলকে ফাইনালে উত্তীর্ণ হওয়ায় সাধুবাদ জানান এবং বিশ্ববিদ্যালয়ের মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে এরকম সহশিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণ করে সর্বোচ্চ অর্জন বয়ে নিয়ে আসার জন্য অনুপ্রেরণা প্রদান করেন। এছাড়াও উভয় দলই এই প্রোগ্রাম থেকে বিজয়ী হয়ে ফিরবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
বিজনেস বাংলাদেশ/একে


























