১২:২১ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

মেশিন থেকে পাথর ছিটকে শ্রমিকের মৃত্যু সিলেটের

সিলেটের এয়ারপোর্ট থানাধীন ধোপাগুলে পাথর ভাঙার মেশিন থেকে পাথর ছিটকে গিয়ে মুখে আঘাত করলে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে। নিহত আরিফ মিয়া (২০) এয়ারপোর্ট থানার সাহেববাজার এলাকার আলীনগর গ্রামের আমিন মিয়ার ছেলে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন সিপন।

তিনি বলেন- আরিফ ধোপাগুলে মামুন মিয়ার নামের একজনের পাথর ভাঙর মেশিনে শ্রমিক হিসাবে কাজ করতো। তিনি মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একটি পাথর ছিটকে গিয়ে সরাসরি তার মুখে আঘাত করলে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

ওসি মঈন উদ্দিন সিপন আরও বলেন- খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়না তদন্তের জন্য লাশ ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। আরিফের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজনেস বাংলাদেশ/একে

জনপ্রিয়

প্রধান বিচারপতি হলেন জুবায়ের রহমান চৌধুরী

মেশিন থেকে পাথর ছিটকে শ্রমিকের মৃত্যু সিলেটের

প্রকাশিত : ০১:৪৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩

সিলেটের এয়ারপোর্ট থানাধীন ধোপাগুলে পাথর ভাঙার মেশিন থেকে পাথর ছিটকে গিয়ে মুখে আঘাত করলে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় এ ঘটনা ঘটে। নিহত আরিফ মিয়া (২০) এয়ারপোর্ট থানার সাহেববাজার এলাকার আলীনগর গ্রামের আমিন মিয়ার ছেলে।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন সিপন।

তিনি বলেন- আরিফ ধোপাগুলে মামুন মিয়ার নামের একজনের পাথর ভাঙর মেশিনে শ্রমিক হিসাবে কাজ করতো। তিনি মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একটি পাথর ছিটকে গিয়ে সরাসরি তার মুখে আঘাত করলে সে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।

ওসি মঈন উদ্দিন সিপন আরও বলেন- খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। ময়না তদন্তের জন্য লাশ ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। আরিফের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজনেস বাংলাদেশ/একে