শোবিজ জগতের পরিচিত মুখ সৈয়দ রুমা। দেশের বড় বড় ফ্যাশন শোতে নিয়মিতই দেখা মেলে তার। প্রতিষ্ঠিত কোম্পানিগুলোর পোশাকের ফটোশুটেও নিয়মিত অংশ নেন তিনি। এবার ব্যবসায়ী পরিচয়ে পরিচিত হচ্ছেন এই মডেল, চালু করেছেন ‘আর বাই রুমা’ নামের অনলাইন শপ।
শনিবার দুপুরে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে পয়লা জুন রাজধানীর গুলশানে একটি রেস্তোরাঁয় এক আড়ম্বপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা করে সৈয়দ রুমার অনলাইন শপ। অনুষ্ঠানে দেশের র্যাম্প অঙ্গনের অনেক তারকাই উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সৈয়দ রুমা বলেন, ‘শুধু মুনাফা নয়, গ্রাহককে উত্তম সেবা দেওয়াই এ অনলাইন শপের লক্ষ্য। এখান থেকে নারীরা সহজেই অর্ডারের মাধ্যমে তাদের পছন্দের পণ্যটি কিনতে পারবেন।
আমাদের এ শপের প্রতিটি পণ্যই কোয়ালিটির দিক দিয়ে শত ভাগ নিশ্চয়তা পাবেন ক্রেতারা। বিশ্বস্ত এই অনলাইন শপ থেকে আপনি এবং আপনারা সবাই শপিং করতে পারেন। আশা করি, আপনারা আমার নতুন এ উদ্যোগের সঙ্গে থাকবেন।’
উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিত্রনায়িকা নিপুণ ও কণ্ঠশিল্পী কনা।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রুমার প্রতিষ্ঠানে জুতা, হ্যান্ডব্যাগ, কন্টাক্ট লেন্সসহ নারীদের বিভিন্ন ধরনের সামগ্রী পাওয়া যাবে।


























