০৫:৪১ অপরাহ্ন, বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫

ফিলিস্তিনের উপর যে বর্বরতা চালাচ্ছে ইসরায়েল, তা বন্ধ করতে হবে: প্রধানমন্ত্রী

আমরা শান্তিতে বিশ্বাস করি উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘এক যুদ্ধ থামতে না থামতেই আরও একটি যুদ্ধ শুরু হয়েছে। ফিলিস্তিনের উপর যে বর্বরতা চালাচ্ছে ইসরায়েল, তা বন্ধ করতে হবে। সব ধরণের যুদ্ধ বন্ধ করতে হবে। আন্তর্জাতিক মহলকে বলবো, এখনই উদ্যোগ নিন। আমরা শান্তিতে বিশ্বাস করি।’

বৃহস্পতিবার ১২ অক্টোবর বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘চতুর্থ বাংলাদেশ লেদার ফুটওয়্যার অ্যান্ড লেদার গুডস ইন্টারন্যাশনাল সোর্সিং শো-২০২৩’ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, গত এক দশকে রপ্তানি আয়ের দিক দিয়ে পাট ও পাটজাত পণ্যকে ছাড়িয়ে গেছে চামড়া শিল্প। চামড়ার পাশাপাশি চামড়াজাত পণ্য রপ্তানি বাড়ানোর উপরও গুরুত্ব দিতে হবে, সেই লক্ষ্যে কাজ করছে সরকার। পাশাপাশি আমদানিকৃত পণ্যগুলো আমাদের দেশেই তৈরির উদ্যোগ নিতে হবে।

পশু জবাই ও চামড়া সংরক্ষণে সবাইকে আরও যত্নবান হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, চামড়া ক্ষতির হাত থেকে রক্ষা করতে হবে। আরও বেশি চামড়া সংরক্ষণ করতে হবে। চামড়া শিল্পের উন্নয়নে সব ধরণের সহযোগিতা দেবে সরকার। এই শিল্পের উন্নয়নে আলাদা কর্তৃপক্ষ করে দেওয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

জনপ্রিয়

স্বামীর কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত আপসহীন নেত্রী

ফিলিস্তিনের উপর যে বর্বরতা চালাচ্ছে ইসরায়েল, তা বন্ধ করতে হবে: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৮:০২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩

আমরা শান্তিতে বিশ্বাস করি উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘এক যুদ্ধ থামতে না থামতেই আরও একটি যুদ্ধ শুরু হয়েছে। ফিলিস্তিনের উপর যে বর্বরতা চালাচ্ছে ইসরায়েল, তা বন্ধ করতে হবে। সব ধরণের যুদ্ধ বন্ধ করতে হবে। আন্তর্জাতিক মহলকে বলবো, এখনই উদ্যোগ নিন। আমরা শান্তিতে বিশ্বাস করি।’

বৃহস্পতিবার ১২ অক্টোবর বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘চতুর্থ বাংলাদেশ লেদার ফুটওয়্যার অ্যান্ড লেদার গুডস ইন্টারন্যাশনাল সোর্সিং শো-২০২৩’ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, গত এক দশকে রপ্তানি আয়ের দিক দিয়ে পাট ও পাটজাত পণ্যকে ছাড়িয়ে গেছে চামড়া শিল্প। চামড়ার পাশাপাশি চামড়াজাত পণ্য রপ্তানি বাড়ানোর উপরও গুরুত্ব দিতে হবে, সেই লক্ষ্যে কাজ করছে সরকার। পাশাপাশি আমদানিকৃত পণ্যগুলো আমাদের দেশেই তৈরির উদ্যোগ নিতে হবে।

পশু জবাই ও চামড়া সংরক্ষণে সবাইকে আরও যত্নবান হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, চামড়া ক্ষতির হাত থেকে রক্ষা করতে হবে। আরও বেশি চামড়া সংরক্ষণ করতে হবে। চামড়া শিল্পের উন্নয়নে সব ধরণের সহযোগিতা দেবে সরকার। এই শিল্পের উন্নয়নে আলাদা কর্তৃপক্ষ করে দেওয়া হবে বলেও জানান প্রধানমন্ত্রী।

বিজনেস বাংলাদেশ/বিএইচ