বাংলাদেশের ওপেনিং জুটি যে কতটা বাজে অবস্থায় আছে, তা আবারও প্রমাণ হলো বিশ্বকাপের তৃতীয় ম্যাচে। নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই আউট হয়ে গেলেন ওপেনার লিটন দাস।
ট্রেন্ট বোল্টের লেগ স্ট্যাম্পের ওপর বল এক পা পেছনে গিয়ে কাট করেন লিটন। বল চলে যা স্কয়ার লেগ অঞ্চলে। ক্যাচ ধরেন ম্যাট হেনরি। স্কোরবোর্ডে রান যোগ হওয়ার আগেই সাজঘরের পথ ধরলেন লিটন।
আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচেও ব্যর্থ ছিলেন লিটন। মাত্র ১৩ রান করেছিলেন। তবে ইংল্যান্ডের বিপক্ষে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে ৭৬ রানের ইনিংস খেলেন তিনি। আজ আউট হলেন প্রথম বলেই শূন্য রানে।
এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের রান ২ ওভার ১ উইকেট হারিয়ে ১০ রান। তানজিদ তামিম ব্যাট করছেন ৪ রানে। তার সঙ্গী মেহেদী হাসান মিরাজ ব্যাট করছেন ৬ রানে।
এর আগে চেন্নাইয়ের এম চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাট করতে পাঠায় নিউজিল্যান্ড অধিনায়ক কেনে উইলিয়ামসন।
বিজনেস বাংলাদেশ/একে






















