উপমহাদেশের কিংবদন্তি ব্যান্ড তারকা ও এলআরবি’র প্রতিষ্ঠাতা আইয়ুব বাচ্চুর পঞ্চম মৃত্যুবার্ষিকী আগামীকাল বুধবার। রুপালি গিটার ফেলে ২০১৮ সালের ১৮ অক্টোবর না ফেরার দেশে পাড়ি জমান এই গিটারের জাদুকর। প্রিয় তারকাকে স্মরণ করে নতুন গান বেঁধেছে ব্যান্ডদল দূরবীন। গানের শিরোনাম ‘তোমার ঘুম ভাঙা শহরে’।
গানটিতে কণ্ঠ দিয়েছেন দূরবীন ব্যান্ডের প্রতিষ্ঠাতা ও গায়ক সৈয়দ শহীদ। সঙ্গে আছেন আইয়ুব শাহরিয়ার। শহীদের কথায় এর সংগীত করেছে দূরবীনের সদস্যরা।
গানটি প্রসঙ্গে দুরবীন ব্যান্ডের প্রতিষ্ঠাতা বলেন, ‘গানটা লিখেছি প্রায় ৬ বছর আগে। একদিন বাচ্চু ভাইকে সুর করে শুনালাম। উনি মুচকি হেসে বললেন “তুই ঘুম ভাঙা শহর কয়বার শুনেছিস?” বললাম, কত হাজারবার শুনেছি জানিনা। তখন তিনি বললেন, “সুরে কিছু পরিবর্তন আনিস। কিছু যায়গায় তোর ড্রামারের ড্রামস টেক দিতে কষ্ট হবে। গিটার সোলো নতুন কিছু…।” গিটার টেক নিলাম। জয় (দূরবীন ব্যান্ডের গিটারিস্ট) অনেক কষ্ট করল। গিটারের টেক্ বসের (বাচ্চু ভাই) মন মতো হলো না। আবার কাজ শুরু করে দিলাম। বসকে আর গানটি শুনাতে পারলাম না।’
শহীদ জানান, ‘তোমার ঘুম ভাঙা শহরে’ গানটি প্রকাশ হবে আগামীকাল দুপুরে শহীদ দুরবীন নামের ইউটিউব চ্যানেলে।
এদিকে, দূরবীন ব্যান্ডের বর্তমান সদস্যরা হলেন- সৈয়দ শহীদ (গায়ক), আইয়ুব শাহরিয়ার (গায়ক), জয় (গিটার), শুভ (গিটার), শাওন (বেজ গিটার), শিশির (ড্রামস), শোভন (কি-বোর্ড)।
বিজনেস বাংলাদেশ/বিএইচ

























