নাটোরের সিংড়ায় সামাজিক নিরাপত্তার বেষ্টনীর আওতায় ৩টি ইউনিয়নের সুবিধাভোগীদের সাথে মতোবিনিময় সভায় সবার কাছে হাতজোড় করে ক্ষমা চেয়ে নৌকার জন্য ভোট চাইলেন প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।
এ সময় তিনি বলেন আমি যদি কারো মনে কোনো দুঃখ দিয়ে থাকি তাহলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন, মানুষই ভুল করে কেউই ভুলত্রুটির উর্ধ্বে নয়। তাই দেশের শান্তির জন্য দেশের কল্যাণের জন্য এবং উন্নয়নের জন্য আবারো নৌকা মার্কায় ভোট দেয়ার প্রতিশ্রুতি চান এলাকাবাসীর কাছে। শনিবার (২১ অক্টোবর) সকালে উপজেলা কোর্ট মাঠে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর সুবিধাভোগী তাজপুর ইউনিয়নের ৪ হাজার ৩৩ জনের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন।প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আরো বলেছেন, বাংলাদেশের জন্য জননেত্রী শেখ হাসিনা সরকার অপরিহার্য। এই সরকার ১৫ বছরে যে উন্নয়ন করেছে তা বিগত কোনো সরকার ৪০ বছরেও করতে পারেনি।
প্রতিমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবিকতার শ্বাশত উদাহরণ। ২১ বার শেখ হাসিনার ওপর হামলা হয়েছে কিন্তু তিনি দেশ ও মানুষের সেবা থেকে পিছপা হননি। মানুষের কল্যাণে তিনি নিজের জীবনকে উৎসর্গ করেছেন। মানবিক দৃষ্টিভঙ্গি থেকে প্রতিবন্ধীদের জন্যে সুরক্ষা আইন প্রণয়ন ছাড়াও তাদের জন্যে ভাতার ব্যবস্থা করেছেন, পরিধি ও সংখ্যা বৃদ্ধি করেছেন। প্রধানমন্ত্রী সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতায় বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ বিভিন্ন ভাতার প্রচলন করেন। ২০০১ সালে বিএনপি যখন ক্ষমতায় আসে তখন কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দেয়। আগামীতে ক্ষমতায় আসলে এই কমিউনিটি ক্লিনিকের উপর তাদের কুনজর পড়তে পারে। এজন্য আমাদের উচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের প্রতি আস্থা রেখে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকাকে বিপুল ভোটে বিজয়ী করতে একজন কর্মীর ন্যায় কাজ করতে হবে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমীন, তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন প্রমুখ। পরে প্রতিমন্ত্রী শেরকোল ইউনিয়ন ও লালোর ইউনিয়নের প্রায় ১৫ হাজার উপকারভোগীর সঙ্গে মতবিনিময় করেন। এবং আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে নৌকাকে বিজয় করার জন্য ভোট চান।
বিজনেস বাংলাদেশ/বিএইচ




















